কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

বলাকা সেন

উৎসবের পাশের গলি


নিজের মতো জ্বলছে বিলেতবাতি
পুড়ছে অন্ধকার, সরছে আরো দূরে রাস্তা
সব হাসি সব আতশ অন্য কারুর!
পাখিদের সান্ধ্য নীলবাড়ি অচেনা লাগে, বেকাবু রাত;
বাসায় ফিরে আসাই শ্রেয়!

কয়েকটা জোনাক গল্প বলে পাহাড়ের--
যার খোঁপায় কখনো ফুটেছিল এক চিলতে ঝর্ণা;
পরির মন, রূপকথায় করে অস্বীকার;
পাহাড় উচ্চতা বোঝে আর দৃঢ়তাও--
শুধু নদীর মতো মাটিকে ভালোবেসে কাদা মাখতে পারে না!


একা দুঃসময়

একা বসা এক জন; খুব একা;
দৃশ্য গলীয় লাভা, টুপটাপ
ভাবনার সলতে কাঁপতে থাকে
শৈশবের আঙুল মাঝ দিয়ে যায় আসে
পুড়লেও বহিঃপ্রকাশ নেই; শব্দরা ইস্পাত;
আবহাওয়া দফতরও শীতের রাতে
মনসুনের খবর  প্রচারের আলোয় আনে নিই!

এবেলায় ঘরের সব বাতি নিভেছে ঝড়ে;
এবেলায় খালি গ্লাস তৃষ্ণা মিটিয়েছে চোখের জলে;
বইও একাকীত্বে নিজের অক্ষরবিলাস খেতে থাকে;
ভাস্কর তুমি ঠিকই বলেছিলে--
'একা একা বসে থাকা ভালো নয় খুব!'





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন