কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

জয়া ঘটক

অস্তরাগ

অস্তে যাওয়ার আগে
আকাশের দিকে আরও
একবার ফিরে দেখে সূর্য

পায় শুধু তপ্ত স্খলিত
কান্না!


ইচ্ছে

বহুদিন সব দরজা বন্ধ
জানালা দিয়ে গলিপথ
কোথায় গেছে দেখা যায়
না জলোচ্ছ্বাসের শব্দে
ডানা ঝাপটাতে মন চায়

অন্ধকার থমকে থাকে চোখে!


রক্ত

শিরাতে শুধু না বয়ে
যদি চোখ দিয়েও ঝরে
পড়ো, তাহলেই বলবো
ভালোবাসি তোমাকে...
রক্ত!


খাতা

কোনওদিন নিঃসঙ্গতা
কোনওদিন শুধুই নীরবতা
কোনো কোনো দিন আবেগের
উপত্যকা কোনওদিন শুধুই
কবিতার খাতা! কোনওদিন
রোদের তাপ কোনওদিন
আবার বৃষ্টির ঝাপটা

জানি, চলুক না এভাবেই
জীবন তো -রকমই!


1 কমেন্টস্: