কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

উমাপদ কর

পুতুল



(২৪)


ডেকে যাচ্ছি থেকে থেকে
       কোনো সাড়াশব্দ নেই
  থাকবে কী করে! উপুড় শুয়ে উপন্যাসে চোখ গুজেছে পুতুল
     বেশ বেশ একদিক থেকে ভালো আমার জ্বালা কমল
  ভাবতে না ভাবতেই বায়না যা পড়েছে তা সে আমাকেই শোনাবে
           অগত্যা উপায়-না-দেখা আমার সঙ্গে চলল উপন্যাস
     তার পুতুলিকরণ আর পুতুল বিশ্লেষণ



(২৫)


একটা পুতুল একটু একটু পুতুল
      আরেকটা পুতুল একটু বেশি বেশি পুতুল
    আবার এ-দুয়ের মাঝামাঝিও পুতুল ভাব
সবাই অসন্তুষ্ট নিজের অবস্থান নিয়ে

এ ও-কে টিজ তো ও তাকে শ্লেষ
     কিছুতেই এ-সবকে খুনসুটি বলা যায় না
   রীতিমত প্যাঁচ কষে মারো টান হেঁইয়ো
         যেন শুইয়ে দিতে পারে

আর শুইয়ে দিলেই হাজার পুতুলের দৌড়
      ঠিক তার ওপর দিয়ে
    ক্ষত-বিক্ষত একটা পুতুলের রোজনামচা লেখা
  চিরকালের মতো শেষ হয়ে যায়

সে যে কোন ধরনের ছিল তা আর নির্ণীত হয় না


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন