কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

মৃণালিনী

বেবিডল

ব্যবধান কমে গেলে বেড়ে যায় দূরত্ব  
কার্য-কারণ নির্ণয় আসলে সময়ের অপচয়
মনকে নির্দিষ্ট ফরমূলায় বেঁধে দিলে
শরীর পরিণত শিশুর হাতের প্রসিদ্ধ বেবিডল

স্তব্ধ পুকুর আর উচ্ছ্বল ঝর্ণার ঢেউ সামান্তরাল হলে
নিউট্রনের সূত্রগুলো স্তব্ধ হবার আগেই
গালিব বলে যান নিজের কথা ভিন্ন সুরে

এলিয়ট রবীন্দ্রনাথের দেখা পৃথিবীতে
গ্যালিলিও দূরবীন হাতে দাঁড়ান নির্ভীকে
বলেন, ‘পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে
কোপার্নিকাসও হাসি হাসি মুখে এসে দাঁড়ান পাশে।


স্যারোগেন্ট

নরম শরীরে মোলায়েম তুলতুলে মাটি বীজের প্রতীক্ষায়
একটুকরো পাথর, ভেসে আসা কয়েকটি পালক
অভিযোগহীন চোখ ধর্ষণ নয় কর্ষণ-সঙ্গম
আভিজাত্যের মোড়কে উচ্চমানের দর্শন
পুরাণ অধ্যায়ের রিভিশন
উন্নত সভ্যতা; না হলে আজও
                     ভীষ্মের অসহায় চোখ।

শরীর চিড়ে প্রবেশ করছে বীজ
যন্ত্রণার রসে ভেজা মাতৃত্ব
নিপুণতার টেস্ট ফরেনসিক ল্যাবরোট্যারিতে  
স্যারোগ্যাসি শুধুই উৎপাদন! শুধুই পারফেকশন! মাতৃত্ব?
ইতিহাসের থালায় পরিবেশন বিশ্বের অরণ্যে সবুজ বিনিময়।

রিপ্লেতে উন্মুখ অত্যাধুনিক ক্যামেরা
আগ্রহী মনে
বন্ধ্যার কোল জুড়ে আলো
আর যাইহোক সতীন তো নয়!
ভাড়াটে জননী অস্থায়ী মাতৃত্বে দেবীতুল্য...


আগামীর রাস্তায় চোখের খসা পাতায়

বন্ধ মুঠোর ফাঁক দিয়ে গড়িয়ে যাচ্ছে সময়
আলোচনা-সমালোচনার তারিখ নির্ণয়ে ভারপ্রাপ্ত
উঁচু দেওয়ালে থু থু ছিটিয়ে যায় কোলাব্যাঙ
আগামীতে
ইতিহাসের পাতায় সম্ভাব্য নামের তাগিদে শব্দের অ্যাসিড বৃষ্টি
সবুজ ক্রমশ হলদে
প্রাচীন দেওয়ালে দেওয়ালে বৈপরীত্য সৃষ্টিতে নষ্টচাঁদ  
মোটা হরফে নতুন নতুন অক্ষর
কচি কলাপাতায় দুলে দুলে মন প্রত্যাশার শেষ গোড়ায়
আশার পলি জমে জমে রচিত নতুন দেশ
সবুজে ঘেরা দুধের নদী বর্ষার আগমনের প্রতীক্ষায়...
    




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন