কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

তাহিতি ফারজানা

নিমজ্জন


মেলোডিয়াস হয়ে আসে ক্রমশ
টিনের চালে বৃষ্টির রক মিউজিক।
জলের উপর ঝিরঝির ঘাম।

জ্বর এসে-যায় কাঁপন নিয়ে
ফণা তুলে রূপালি ঢেউয়ের
তীর ভেঙে ফিরে ফিরে আসা থামবে না কোনোদিন।
থেমে থাকে না নাবিকের চোখ।

অভিন্ন রঙের জোড়া কবুতর
উড়ে যায় কফিকাল ছুঁয়ে
ছত্রাকমাখা দেয়ালের দিকে।

নিমজ্জিত হই
ধীর পায়ে হেঁটে আসে
এলাচগন্ধী অসুখ



পাখি বিলাস


পাখি বৃত্তান্ত সামান্যই জানি
তার জোড়া চোখ ধনুকের মতো বিদ্ধ করে বাতাস
রঙ থেকে রঙে গড়িয়ে যায় প্রহর
তার ঘর জমা থাকে গাছের কাছে
আমরা গাছ কেটে ঘরে তুলি
ছেঁটে ফেলি ফুল-পাতা-ছায়া-শেকড়!
পাখি ভাষা সমস্ত অনুমান ছাপিয়ে যায়
পাহাড়ের ঢালে পিছলে পড়ে ক্লান্তি রঙের চাঁদ-
শরীর থেকে নির্গত হয় শরীর-
অবিরাম সম্পর্ক সেলাই করি

আর অবসরে

ডানার লোভে পাখি হতে চাই!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন