কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

বর্ণালী গুপ্ত

দিবাস্বপ্ন

মেঘ ভেঙে রোদ্দুর এসে  ছড়িয়ে পরে
জ্যামিতির লাইনের মাঝে আলো খেলে যায়
আসন্ন বিকেলের কথা শুনি ধুপ ছাওঁএর মাঝে
তোমার তোলা সব কটা ছবি ফ্রেমবন্দি করেছিলাম
আজ এই অবেলায় সেগুলো মুক্ত করে উড়িয়ে দিলাম
একটা একটা করে ছড়িয়ে গেল তোমার আকাশে, সেই ঠিকানায়
হয়তো পৌঁছে যাবে আবার  খুঁজে না পেয়ে ভেসে যাবে ভরা কোটালে
কিস্তি কিস্তি অভিমান অবহেলায় লুটবে না ফোঁটা কুঁড়ির মতো জঞ্জালের স্তুপে
মুহূর্তে মনের গভীরে যেন ভুমিকম্প হয় সরে যায় পায়ের তলার মাটি
অসাবধানে আঁকড়ে ধরি সিঁড়ির  ধাপটা

সম্বিত ফেরে  ঝাপটা হাওয়ায়, ভেঙে যায় দিবাস্বপ্ন গাঢ় কমলা রঙের মাঝে।


আটপৌরে 

তুমি কি ভাব কবিতা মানেই অষ্টাদশী
তোমার লেখায় অনাড়ম্বর ভালোবাসা
পেলে সে সম্পূর্ণা হয়ে ওঠে।

একটা আটপৌরে ডুরে শাড়ি পরিয়ে দেখ না-
কতটা আবেগপূর্ণ  চুড়ান্ত একাত্মতা।
শুধু এইটুকু চাহিদা যতি চিহ্নের গা ঘেষে লিখে ফেল--
মুহূর্তগুলো কাব্য হয়ে উঠবে

ক্যালিগ্রাফিক লিপিতে আগামীর ইতিহাসে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন