কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

প্রণব বসুরায়

কে তবে শ্যাম সমান

তোমার বাড়ির আলো যেন আর এদিকে না আসে
আলো রঞ্জন-রশ্মি ছড়ায়-- খুবই ক্ষতির
এতদিন সয়েছি সে সব, আশা ছিল চিদাকাশে
অলোকাপুরীর নাচ-গান হবে, এখানে-- এইখানে
সারেঙ্গী বাদক সেই কখন এসেছে...

কিছুই ঘটেনি সে সব- 
মৃতের হাড় আড়ালে রেখে
মাঝে মাঝে ছায়া গেছে বারান্দা মাড়িয়ে, আবছায়
সে ভ্রমেই সুখ কালাতিপাত; মূর্খের পাঁচালি--
কেউ তা মান্য করে নি

প্রেতযোনি চলে যায়, চলে যায় 
ভূলোক, দ্যুলোকে
জমে থাকা ট্রামের ঘন্টি, লাশ পোড়া গন্ধ,  
বেশ্যার খোঁপা থেকে খসে যাওয়া ফুলের পাপড়ি
অনায়াসে ঢুকে যায় জ্বলন গুহায়

কে তবে শ্যাম সমান!


নিজের কাছেই রাখা প্রশ্ন

ভাসমান ভ্রমণেই থেকে যায় শিমুল তুলো
জননী-গাছের থেকে একবার খসে গেলে
কোনোদিন ফিরেও আসে না

এখন ইলিশ-জালের মতো চার পাশে দীর্ঘ জটিলতা
আভ্যন্তর গভীরে দুএকটি দ্বীপ, কিছু প্রত্নপাথর,
কোনোদিন এরা সূর্য দেখে নি, শ্যাওলার চাদরে ঢাকা

এদের কি আপন ভেবে নেবে?
এরা কি পানীয় কিছু দেবে?
কিছু গান বাজবে ওখানে?




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন