কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

নীলাব্জ চক্রবর্তী

দুপুর

ঠাণ্ডা রিসিভার
জানালায় পিছলে যাওয়া আলো
ফলো করছে একেকটা ব্যবহার্য ক্রিয়াপদ
ছায়া আঁকতে আঁকতে
আমি কীভাবে খুলে ফেলবো এই দুপুর
সিরিঞ্জ ভর্তি যে জ্বর
যে পারদ
ফিরিয়ে দিচ্ছে বাসি আয়না

এইভাবে বরফের মাস...



আপেলনগরী থেকে ফেলে যাওয়া কবিতা

মিছিল
কাঠের সাদাকালো বেড়া ঠেলে
রিটেক
স্বপ্নদৃশ্যে
ঝিনুক ভেবে আমরা কুড়িয়ে বাড়িয়ে
বারবার শনিবার তুলেছি
আসলে
আলোর যে পরিভাষা জনমুখী
বাতিল হয়ে যায়
লেখার ওপর দিয়ে চলে যাওয়া বর্ষা আর
ঢুকে যাই
ক্রমশ জ্বরের ভেতর
বালিশের খোলের ভেতর
মৃত আপেলনগরী লিখে রাখি
পরিত্যক্ত চটকলপাড়া

আমার শরীরের ভেতর কখনো ওই পোশাক... 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন