অনেক দূরের আপেল : ১টি পুনরাধুনিক 
।
কথা। ১ আপেলের
অনেক দূরের দূরে
কাছের আপেল
ময়লা হয়ে আসে
।
খোসার হুরররা... অহো!!!! খোসার
পাহারা
।
রং থেকে চং থেকে 
।
ঝাপসা নয়
ঝাপসা নয়
।
ডিং
ডং... ময়লা 
ক্ষয়ে আসে
।
 
অদ্ভুত শব্দ ব্যবহারের জাদু । নাথিংনেস্ এবং এম্পটিনেস্ দুইয়েরই সম্মিলন ঘটল । আপেল চেতনার বস্তু হলেও চেতনার ভাষাকে অতিক্রম করল ।
উত্তরমুছুনখুব ভালো লাগলো কবিতাটি ।বাংলা কবিতায় একটা নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে ।
উত্তরমুছুন