কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

ওয়াহিদা খন্দকার

সেরে উঠছে কবিতারা
ওপারে একটা জাহাজ ভাসছে
গুঞ্জনবোঝাই নিসঙ্গ স্টেশনটা
এখন ভিখিরির আত্মকথা
ধূসর বর্ণের একটা গাছ চাই আমার
আর কাঁচা মাটির পুতুল পোড়ানো উনুন একটা...
বাঁধের সংক্ষিপ্ত ঠোঁটে --
খেলনাগুলির নির্বিকার অস্থিরতা
পিঠে পিঠ ঠেকিয়ে দুই মেরু দেখার রাত এখন...
কুর্দী নাগরিকের কবি বাছাই হয়ে গেছে
সেরে উঠছে কবিতারা
           বুকে হোঁচট নিয়ে
 

স্বর্গচ্যুত
রঙ চাই না...
ফ্যাকাশে আলো আবর্ত করুক আমাকে। 
তবু উঠোন জুড়ে একটা ফেরারি রোদ উড়ে এলো;
আমি মগডালে চড়ুইভাতির খোঁজে
ঈশ্বরের শোবার ঘরে সর্বত্র অমাবস্যা
অথবা ছায়ার মায়া, 
যে ছায়ায় গা ধুয়ে নিই নির্বাণ লোভে
এভাবেই কেটে যাক পথভ্রষ্ট মউলিযাপন।
তাঁর ঝিনুক বাটিতে এলোমেলো স্নান
বেশ কেনা বেচা --
মধু না বিষ অন্ন? 
ছুঁড়ে দাও বিষ অন্ন,
তাতে বাদ যাবে না অন্য প্রকল্প।
গলায় উছলে উঠবে জোছনা;
উঠোনে নামবেই কার্তিকের সোনালি রঙ।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন