কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ

(৪)

প্রকাশ্য আলোয় প্রকাশ্য ছায়ায় আমাদের প্রকাশ্য গেরস্থালি
ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন্‌ গলি
তাহলে এবার আমরা একটা ভালো বাসা বানাতে পারি
তাহলে এবার আমরা একটা ভালো বাসা বানালাম
আমরা ভালোবাসার জন্য একটা ভালো বাসা বানালাম
অবশ্য না বানালেই বা কী এমন হতো এই যাবার বেলায়
আমি হাত রাখলাম তোমার স্তনে বললাম ভালোবাসি
তুমি স্পর্শ করলে আমার শিশ্ন বললে ভালো তো বাসি


(৪)

চানঘরে গান এই অবেলায় রায় মদালসা
চারটে তেজপাতা এক চামচ সর্ষে আধাবাটি দই
এখন থেকে আর নয় কোনো নামগান
নয় কোনো মঞ্জরী আমের মঞ্জরী
মিলন তো ছিলই ঠিকঠাক সাত পাঁচ পাকে বাঁধা
তর্জনীতে কুপিত শম্ভুনারায়ণ
পরাণ ফাটিয়া যায় গো পরাণ ফাটিয়া যায়
আমার পরাণ ফাটিয়া যায় গো মদালসা রায়

(৪৭)

সাঝঘরে আলোর সাঁঝবাতি উল্লসিত রেশম
অথবা তার নামে বেলোয়ারি মারকুটে দোপাট্টা
বর্ষার আশায় এ বছর বর্ষাতির কাটতি ছিল খুব
অনুরোধের আসরে শুধুই বর্ষামঙ্গল
যতটা বাঁক ততটাই মধুর চলাফেরা বিহানবেলা
খুঁজি আর না খুঁজি খোঁজার অভ্যাসেই আজ তালেবর
আর যারা আসেনি না আসার অভ্যাসে
তারা খুঁজে পায়নি তালসারি
রেশমিচুড়ি




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন