কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

রত্নদীপা দে ঘোষ

গান সম্পর্কিত

()  

গান শুনছি এখন
মোরগের হাওয়া গান
গা - আ - ন

ঘুরছি ফিরছি
শুনছি গান
গানের বালু
গানসিমেন্ট
ইটগান শুনছি
পাথর ঠুকে ঠুকে

গান শুনতে শুনতে
রঙিন হচ্ছে ফোঁটা ফোঁটা
গাছের রঙ্গন


()  

গানের দিকে দীর্ঘ হচ্ছে অপেক্ষা
গানের দিকে প্রস্থে বাড়ছে দশ দিক

গানের রেগামা পেরিয়ে চল
একটি বেড়ানো
বেরিয়ে আসি

অই দ্যাখো
গানের মতো কিছু একটা বেরিয়ে আসছে গামাপা থেকে... একটা থিম। নাকি শুধু একটা সং... কণ্ঠের শেয়ালটি হেঁকে উঠছে হুয়া হুয়া... কেয়া হুয়া...

বার ড্যান্সারের লালায় বেজে উঠছে হুক্কাসং...


()  


গানকবি একদিন গান ত্যাগ করবে
কবিগান একদিন ত্যাগ করবে কবিতা

সেদিন সমস্ত ব্যাপারটা ঘেঁটে ঘ
সেদিন সমস্ত ব্যাপারটা তেরে কেটে চ

সেদিন ডজন দরে গান বেচাবেচি
সেদিন ওজন দরে কবিতা কেনাকেনি

সেদিন দ্রিম ড্রিম
নেই গান নেই কবিতা
নজরুল থেকে নচিকেতা

নিছক একটি গদ্যকথা


প্রাত্যহিকী  

তোমার বাড়িতে বেড়াতে আসি  
তোমার গল্পে আড্ডা মারি
তোমার চায়ের কাপে পান করি চা
ঘুম থেকে উঠে
তোমার টুথপেস্ট
এমনকি ব্রাশ অব্দি ব্যবহার করি  
এমনকি তোমারি টাওয়েল
স্নানের তাপ জলের গেলাস
আঙুল তোমারই সব প্রাত্যহিকী  


রাতে ঘুমোই তোমার বিছানায়
তোমার চাদরে জড়িয়ে রাখি
এমনকি নিজেকে তোমার ভেতরেই
তোমার নখের আঁচড়ে তৃপ্ত হই
তোমারি স্বপ্নে ভিজে কেঁপে কেঁপে উঠি

তারপর একদিন বাড়ি ফিরে দেখি
মাই গুডনেস

অনেক নিচে অনেকটা নিচে
তোমার লুডোঘর  
আমার দাগ
পিরিয়ডের দাগ
সাপ হয়ে শুয়ে আছে সিঁড়িতে










0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন