কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

২০) নভেরা হোসেন


মর্নিং সঙ

()
ফ্রিজ খুলে দেখলে পাঠার মাংস
নুন জ্বালতেই পোড়া গন্ধ
ফ্রিজ খুলে দেখলে শকুনের চোখ
নুন জ্বালতেই জলের ফোয়ারা

()  
ওখানে যেও না ভুল করবে
তবু তুমি ওখানেই যাবে
ওখানে যেও না নিহত হবে
তবু তুমি ঘোড়ায় জিন চাপালে

()  
এক ঝাঁক বুনোহাঁস
পারির উপকূলে
একজন শিকারী
দূরবীনে চোখ রাখল

()  
শেষকৃত্য শেষ হলো
জ্বরের প্রকোপ
জিহ্বায় ইথাইল এ্যালকোহল
ঠোঁটে বারুদের গন্ধ


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন