কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

০২) স্বপন রায়




কোরা-২

আমার যেদিকে বৃষ্টি, মনে হয় না দিক ছিল তার প্রান্তে
               বালুচর চরী হয়ে পায়ের নিঝুম পাতা হয়ে
এদিকেই সারাক্ষণ চেরানিগড় কেকা   ডাকে তো বৃ হয়   না ডাকলে ষ্টি হয়
                                       ভাপে মেশা চা
আর তার বিনা কারণের জল
আহা জল
    
মনে হবে জাঁ বলি   যাঃ বলে সরে যায় চকিত জলের মন নিয়া
                            বৃষ্টি ছুঁয়ে সে নিয়াজিনিকে ডাকি
জিনিয়া জিনিয়া
আর কিই বা হবে শো শেষ হওয়ার পরে হাল্কা ফিনিশ বৃষ্টির
চা নিতে নিতে দেখা
নাদেখা জলোলিত এক টানা বারান্দায় কি যেন হয়ে গেল
                                   জাঁ যাঃ অস্তিমে
আমিও এক মেঘলা স্ব..
  
            
কোরা-৪

এই যেমন নয় বা যেমন হয়
              ব্রিজ
পেরোতে পেরোতে মনে হয় না কি দরকার বেঁচে থেকে
                             যদি জল আর জীবনের মাঝখানে
দাঁড়িয়ে থাকে খোয়া খোয়া

পেরোতেই চাঁদ থেকে টানা
                 একমাইল ছুটির ঢালাই
আছে বেনিয়াজি তারারা
যেন তাদের কত কিছু হয়েছে
তারা সমুজ্জ্বল
বাইকে অস্তপূরণ গিডি গিডি

জোনাকিরা হয়নয় হয়নয়   ঢালু নীরবতা না হয়
                                 সোঁ সোঁ শব্দ করছে
হাওয়ারও যে কি হলো
ভাঙছে না কাঁদছে এই অপেরাকাতারে   আমি হয়তো  ফোন করব
                                       রাতপনিরি ফুটফুট করবে
কে জানে পায়ের কাছাকাছি কিনা
চঞ্চলতার
    
             
কোরা-৫

যেন জলের কাছে যাই, যে বলেছিল, সহ্য মেশাতে বলেছিল...
জল তো বিসর্গে বাঁধা
রংও নেই
আবার তরঙ্গ রাখে ভেঙে দেয় জলছবিতে রাখা পাপ
অপাপ
বিদ্ধতা

পরে রিক্সা নিয়ে গেল বৃষ্টিকাটার ঈশান্তে   টুল এগিয়ে দিল   ফুঃ দিল
চা
চায়ের কাপে কি ভাবে যেন লেগে গেছে মন্থর টি-পটের শাদা
                                ভোর চললো বলে
দাঁড়িয়ে গেল জলের ওপরে গেল হাল্কা রক্তের দাগ

আলো ভাবি ভুল ক’রে


কোরা-৬

সারারাত রাতাররাত চিতা, ভয় তো একেকটা জুনে বেপরোয়া মেহগিনি, কি রং
                একটু চেপে দিলে ওড়নায় বিলম্ব ডেকে ওঠা
আমি কি যেন খুঁজে পাই না, চিতাও আরম্ভ করে ভেবে আমিও আরম্ভ করি
ভয়
ঘাম
শুয়ে থাকে পাশাপাশি, ময়লা হয়, এখানেই তো টুসিরা থাকতো, ওদের রেশন কার্ড 
                                         ওদের ডাইনিং টেবল
আজ গভীর হয়েছে, মনে হয় লম্বাও!


   

                             

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন