কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

১৮) তোফায়েল তফাজ্জল


সঞ্জীবনী মত

এয়ারপোর্ট মেলে ধরা ছাতার নিম্নাংশে    
ঝাড়ু দিচ্ছে বিদ্যুতের ছড়াছড়ি আলো।
ভাবি, বাড়াচ্ছে যাত্রীর জুতোর কদর
অথচ লোকের অন্তঃপুর কত অগোছালো, ময়লা
যে লাগোয়া অত্যাচারে জর্জরিত সঞ্জীবনী মত
সদিচ্ছার নবজাত, সুস্থ-সাবালক;  
এখানে নগন্য কেন নজরে পড়ার পদক্ষেপ?

বাজারের পণ্যে চিরুনির ব্যবহার,
মারে রঙ জল পান টানতে চোখা চোখ; 
দেহের সেবায় লেগে পড়ে আছে সাবান বা শ্যাম্পু   
নিরবে জড়িয়ে নামিদামি অঙ্গরাগ
হৃদয়ে যে সাত স্তর পড়া গন্ধ, নাক ছিটকানোর
মাছি-অনাচার
সেখানে দেখি না কেন ঝাড়ুর মিছিল,
মালীর অধীনে নয় কেন সে বাগান?

উত্তরণ? সোজা, চাই আগাছা পরগাছা মুক্ত মন।  


স্বর্গীয় প্রস্তাব

যে প্রস্তাবে পাখা মেলে উড়ে
আগুনে ঝাপিয়ে পড়ে দেবে ত্মাহুতি  
সে প্রস্তাব অবশ্য স্বর্গীয় – সায় দিলে
আচৌম্বক পদার্থের পূর্ণ ভূমিকায়
নৈকট্যের উঁচু স্তরে
থাকবে ইয়াকুতে উপবিষ্ট
মহুয়া মাতাল উষ্ণকাল ঘোরাফেরা করবে কাছে
নগ্ন পায়ে বয়ে যাবে পাপড়ি ঝরনা স্রোতের সোহাগ,  
মনে উদ্রেক হতেই পারে অধিক অমিয় 
ছড়িয়ে ছিটিয়ে কেবল আরাম আর ক্লান্তিহীন উপভোগ


ঘুম সমাধান

ঘুম? কিনারা কোথায়, কবে?

এক ভরি সোনালি ইজ্জত মূল্য মানে পঞ্চাশোর্ধ হলে
এক রতি গভীর ঘুমের বর্তমান মূল্য কত?

প্রত্যুত্তর দিতে ঘুমিও না যাদবের উত্তরসূরী

আঙ্গুলে ট্রিগার থাকা সময়ে কি কাজ করে ঘুমের ওষুধ? 


 




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন