কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

০৮) দেবাদৃতা বসু



টিঙ্কার বেল

ফেয়ারি টেলের মানচিত্রে
থেমে আছে রবিনহুড
ঘোড়সওয়ার উড়ে যাচ্ছে ঠোঁট থেকে
ওভেনে জমা হয়
পাতা ঝরার ঋতু
রাজকন্যায় ঢাকা একটা পৃথিবীর
ঘুম


টিঙ্কার বেল ১০

রেললাইন থেকে উঠে আসা মানুষ
ছুঁলেই ট্রেন হয়ে ওঠা যায়

দস্তানার
সংসারে একটা অসুখ হলো

সেলাই মেশিনের অন্যদিকে যে দুঃখ
তাতে বৃষ্টি পড়ছে


টিঙ্কার বেল ১১

চাঁদের পাশে পিন ড্রপ দুলছে
জানালা ছাড়ানো 
মরুভুমি অভিমান থেকে সরে যাওয়া চিঠি-গাছ 

কেউ কেউ কাউবয় বলে ওঠে...

ডুয়েলের বাগানে স্নানের গন্ধ
লেখা হয় গাছ
বেড়ে ওঠা ওয়েসিস থেকে।


টিঙ্কার বেল ১২

ঘুমন্ত লিনেন ছুঁয়ে
বাঁশিওয়ালার হ্যামলীন
পেড়িয়ে গেল তাঁবুদের দেশ

পাখিদের গানে স্বপ্নের ভোর হচ্ছে খুব
ছায়া থেকে বেড়ে ওঠা গন্ধে
ওককাঠের কান্না

যোগাযোগ থেকে দূর শিখছে শিশুরা
বিদেশী ভাষার নস্টালজিয়া হয়ে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন