কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

০৯) পারমিতা বন্দ্যোপাধ্যায়





র‍্যো

শীতঘুম
ভাঙে ভিনদেশি সকালের
গোলাপী ঠোঁটে ফুটে ওঠে সাদা মেঘসুন্দরী
ঈর্ষান্বিত ভিনলোকে সাদা পায়রারা সব
শুধু ভালোবাসা বোঝে রাজহংস, পাখির পালক
আলুথালু বেশ ভেনাসের; অপমানে খান খান
আকাশী সুন্দরী, ধারালো অভিমান

এদিকে উন্মুক্ত হয় রূপ
       
নির্দেশ যায় অতন্দ্র প্রহরায়
বিদ্ধ কর নারী বুক
শয়তান বাঁধো আজন্ম বাহুপাশে তার
শুভ্র ডানা নামে সাদা মেঘে
       
চোখে জ্বলন্ত মায়ারাত
দরজা খোলো মন, তীর আটকে গেছে নিঃশ্বাসে
এই মেঘে বিদ্যুৎ নেই, ভাসা যায় অনায়াসে

নিশাচর সন্ধি হয় পাগলের
দুরন্ত স্বপ্ন আসে চোখে   ডানা  ঝাপটায়
বন্ধুর পথ সুগম হয় বন্ধুর হাতে
নিদারু ভবিষ্যদ্বাণী মর্মর আকাশ ধ্বনিতে
অগত্যা রূপসী পাড়ি দেয় পাথরের দেশে একাকী
একা মেঘ, মিহি গুঁড়ো বাতাসেরা বয়ে নিয়ে যায় তাকে
প্রেম নয় নীরব প্রাসাদে, তবু বিস্ময় এখনও বাকী
নক্ষত্রখচিত রূপ, ডানা নামে রাতে
এর়্যোসএর়্যোস
নিঃশব্দ রাত কাটে - শরীর শরীর আঘাতে
         
দিন কাটে না
         
হায়! এখনও বিশ্রাম
সাদামেঘ চেনে না দেবতার ঘাম
ঘুঘুরা আসে আবার হানা দেয় ধানে
ফাঁদে পড়ে সাদা মেঘ নিশিরাত জানে
নীলপদ্ম খোঁজে কুৎসিত রূপ
মাঝরাতে হত্যা হয় বিশ্বাস, স্তব্ধ শরীর বিষণ্ন খুব
উড়ে যায় চিরতরে নীরব জোড়া ডানা
অনন্ত সততা না দিলে
পাবে না, পাবে না
মূর্ছিত সাদা পরী ডানা নেই তার
দিন মাস অকূল পাথার
সোনালি স্রষ্টা আসে কারচুপি খেলে রোজ
শীর্ণ সাদা মেঘ
কারারুদ্ধ প্রেম
বিধাতার হাসি মনমেরে মহাভোজ
-মোর’ ‘-মোর

মুখোশ সরেছে তবু ভালোবাসা শূন্যতা দেয়
কারারুদ্ধ প্রেম অবশেষে নিস্তার পায়
ডানা ওড়ে সাদা মেঘ পথ দেখায়
প্রার্থনা যায় শোনো জুপিটার
মোরা দেবতা মানবী
শত প্রশ্ন আর দীর্ঘ-মোরএর ছবি
এতদিন কত জল বয়ে গেল চ্যারনের নদে
সোনালি উল উদ্দাম জলপ্রপাতে
পাতালের সুন্দরী ঘুম এঁকে যায় সাদা মেঘে
প্রকৃতি সঙ্গী ছিল ভালোবাসা দিয়েছে মেখে
ডানা মেঘ নতজানু, হিউসের শ্রেষ্ঠ বিচার
ডানা মেলে মেঘ, পায় অধিকার
অ্যামব্রোসিয়ানিশ্চিত দুর্বার প্রেমের উপহার



(গ্রীক ভালোবাসার দেবতা Eros বা Cupid এবং রাজকন্যা Psyche- অপরূপ
প্রেমগাথা অবলম্বনে)





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন