কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

১১) ইন্দ্রনীল চক্রবর্তী





কেউ কি ধরেছিল হাত?
কেউ কি ধরেছিল হাত?
বসন্ত বাতাসে,
        ভয় ছিল খুব
পুনশ্চঃ ফিরতে হবে ঘরে।
মঙ্গল দ্বীপ জ্বেলেছিল ঘরে
সে যেন থাকে সুস্থ
          বিপদে, আপদে।


বাইপাস
এখানে সর্পিল, ধীরে ধীরে সাপ
কিউবা, ঘানা, সব কিছুর পরে
অ-অজগর আসছে তেড়ে।


এতো কাঁপছি
এতো কাঁপছি আমি
        হয়তো বা ধীরে ধীরে পদক্ষেপ।
তিনটি বিশ্বে ভাগ হয়ে যাওয়া শরীর
          একত্র হতে গিয়ে দেখে
পাগলটা যেমন ছিল তেমনি আছে;
সাঁকো নাড়ায়নি,
তবু এতো কাঁপছি আমি,
      হয়তো বা ধীরে ধীরে পদক্ষেপ।


বসন্ত
এখানে ওখানে
শান বাধানো লাল ইটে জেগে থাকে
একটা দুটো;
রোজকার একটা দুটো,
এঁটো, কাঁটা, বসন্ত।





1 কমেন্টস্:

  1. এই মেয়ে

    এই মেয়ে শোন!
    শুধু তোমাকেই বলি শোন
    মেঘ করেছে মেঘলা আকাশ
    নীলের ধোয়া জলের ছোঁয়া
    হাত বাড়ালে জানালা ফাঁকা
    একটু ছুঁলে নরম আকাশ
    ছুঁয়ে দাও বৃষ্টির ফোঁটা।

    এই তো!
    একটু ঠোঁট বাড়াও
    ছুঁয়ে দেই নিলিমার নীল জলপ্রোপাত।

    এই যা!
    ছুঁইয়ে দেই বুকের কায়া
    শব্ধ শরীর নরম সঙ্গম
    মানবীর শরীর পিচ্ছিল আঙ্গুলের ছোঁয়া।

    উত্তরমুছুন