কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

১১) মধুছন্দা মিত্র ঘোষ


1 কমেন্টস্:

  1. এই মেয়ে

    এই মেয়ে শোন!
    শুধু তোমাকেই বলি শোন
    মেঘ করেছে মেঘলা আকাশ
    নীলের ধোয়া জলের ছোঁয়া
    হাত বাড়ালে জানালা ফাঁকা
    একটু ছুঁলে নরম আকাশ
    ছুঁয়ে দাও বৃষ্টির ফোঁটা।

    এই তো!
    একটু ঠোঁট বাড়াও
    ছুঁয়ে দেই নিলিমার নীল জলপ্রোপাত।

    এই যা!
    ছুঁইয়ে দেই বুকের কায়া
    শব্ধ শরীর নরম সঙ্গম
    মানবীর শরীর পিচ্ছিল আঙ্গুলের ছোঁয়া।

    উত্তরমুছুন