কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

২৫) ওয়াহিদা

সাদৃশ্য

একাকীত্ব গুছিয়ে দু’একটি নিস্তব্ধতা
ছায়া দেয় ধ্রুবতারা কোলে;
পাশের বাড়ির রংবদল মত্ত বিলাসিতায়
দিগন্তে বৃদ্ধ ইশারাপথ
অন্ধকার মেলবন্ধনে।
কুয়াশা শুষছে শিকারী রোদ সঞ্জীবনী সখে,
হাতছানি মজা জীবন মুখর কর্তব্য বদলে
অথবা সময়ের হাঁটাপথে
ক্ষীণ নারী পুরুষের প্রকরণ।
শুধু ঘুমঘোরে মৃত্যুসুখ জীবাশ্মে লীন...



প্রশ্নবোধক

মায়াবী স্রোত হেঁটে ফেলি অনেকটা;
গোপন সময়কে বেছে রেখে-
পতঙ্গ শরীরে নেমে আসে জ্বর।
দিঘিতে নিরাশ্রয়ী কচুরিপানা
চোখ বুজে দেখে-
শূন্য থালায় কাকের উৎপাত,
মেঘের বুকে বৃষ্টি পুঁতে
জলকেলিতে মত্ত পৃথিবী।
চলে এসেছি স্রোত পেরিয়ে...
তবু দেখি শুক্রাণুগুলির বুভুক্ষ হাহাকার;
অথচ শয্যরত্ন রজনীগন্ধা
বিছানা গোছায় যত্নে।



যাপন ২

ভাঙা সকালের রুদ্ধশ্বাস গুণে
শুরু হয় যাপনের ময়নাতদন্ত;
গান মুখর প্রভাতফেরির ম্রিয়মান সুর,
দিনের বুকে উত্তাপ ঢাললে-
সূর্যের রোদ ফেরি করা ক্লান্তি
কুড়িয়ে আনে ফ্যাকাশে আবছায়ার ম্লান গোধূলি।
আশ্চর্য স্বপ্নরাও ডানা খোলে অন্ধকারে;
ক্রমশ হারায় একা হবার অসুখ
মৃত সম্পর্কের অন্ধগলিতে!
তাই মৃত শরীর হয়ে জন্মাতে চাই একবার।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন