কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

১৮) শৌনক দত্ত

মৃত্যু যেখানে জীবন ছাপিয়ে

এমন কোনো বর্ষণমুখর ফাল্গুনে
মনে থাকা এক জন্মে
আমিও দেখেছিলাম হাতিপোতার বনে
ছুটে আসা এক আগুনে
ঝলসে যাওয়া জীবন,
এরপর নীলাভ জন্মজন্মান্তর
আর ডাইরীর পাতা জুড়ে বর্ণহীন
সিলভিয়া প্লাথ আর জীবনানন্দ
কান্নার বানানে লেখে
আর আমি অক্ষর খুঁজে
অপমৃত্যুর পিঠে জুড়ে দিই
অমরত্ব...


গেছে যে দিন...

পিছনে ফিরে দেখি
কেউ প্রতিক্ষায় নেই
অশ্রুতে ভেজা চোখ - আকাশে তাকায়
আমি সবুজ সাদা
প্রার্থনার মুদ্রা ভেঙে
এত বছর পরে
সুনীতি স্কুলের মেয়ে
ঈশ্বরের কিছু মন্ত্রসুপ্তি উচ্চারণ
সোনামুখি সূঁচে
বুনে ফেলে গেছে ভ্রমণ পথে
শুক্লা পঞ্চমীর নিঃসঙ্গ ফেরায়
এইখানে থাকো উড়ন্ত চাকা - কিছুদিন

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন