কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

১৯) ইকবাল রাশেদীন

লাসভেগাসে একদিন

ছুঁড়ে মেরেছি মুদ্রাটি শূন্যে
হেড হলে তুমি, টেইল হলে না।

বনবন করে লাটিমের মতো ঘুরছে ধাতব মুদ্রা
সেই সাথে ঘুরছে
গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস-
ঘুরছে তাবৎ পৃথিবী আমার।

কোত্থেকে এক চতুর চিল এসে তখন
ছোঁ মেরে নিয়ে গেল
ভাগ্য নির্ধারণের ঘূর্ণায়মান জুয়াড়ী কপাল।

তুমি দীর্ঘশ্বাস ছাড়লে, আমিও;
কার দীর্ঘশ্বাসে কষ্ট বেশি ছিল
জানা হলো না - আজও।



এখন সুসময় এখন দুঃসময়

সম্ভ্রান্ত পতিতাটি তার শরীর মেলে ধরবার পূর্বে
কি জানি কেন ধুয়ে নিয়েছিলো?
তখন বৃষ্টির অঝোর ধারায় ধুয়ে যাচ্ছিল
রাস্তাঘাট, উঁচু উঁচু দালান আর পাড়াগাঁর মসৃণ উঠোন;
হুশ করে একটি বজ্জাত গাড়ি ভিজিয়ে দিল
লাইফ ইন্স্যুরেন্সের কোট-টাই পরা পড়ন্ত যুবকের গা,
কড়া নাড়ল এক পুরনো প্রেমিক সেই অসময়ে,
শেয়ার বাজারের ধসে, ধসে পড়েছে চকচকে টাক,
কালো কাক কা কা করে জানালায় হঠাৎ,
ভীষণ ট্রাফিক জ্যামে রিক্সার চাকায় রিক্সা গাড়ির পেটে গাড়ি
হুইসেল বাজিয়ে উলটো রাস্তায় জাতীয় পতাকা,
টেন্ডার লোক দেখানো –
কাজের ভাগবাটোয়ারা শেষ গতরাতেই।

সম্ভ্রান্ত পতিতাটি তার শরীর মেলে ধরবার পূর্বে
কি জানি কেন ধুয়ে নিয়েছিলো সুগন্ধি সাবানে
তার বহু ব্যবহৃত সফেদ শরীর;
চুলোয় যাক সবকিছু
আমি টিভির সুইচ অফ করে দিয়ে শব্দ নিয়ন্ত্রিত ঘরে
এসো, আনন্দে তোমাকে সাজাই।


2 কমেন্টস্:

  1. অতি অনবদ্য ।স্বতন্ত্র ধারায় সৌন্দর্যের দুটো প্রতীমা ।আপনার কবিতা নতুন রূপে ভাবতে ,শুনতে ,দেখতে শেখায় ।

    'কার দীর্ঘশ্বাসে কষ্ট বেশি ছিল
    জানা হলো না - আজও।' মনের মধ্যে অবিস্মরণীয় হয়ে থাকবে এ গভীরবোধ ।

    'সম্ভ্রান্ত পতিতা'টি তার শরীর মেলে ধরবার পূর্বে
    কি জানি কেন ধুয়ে নিয়েছিলো সুগন্ধি সাবানে' তীব্র এবং অত্যন্ত উঁচু কথা ।

    উত্তরমুছুন
  2. কাব্যের বিচারে ইকবাল রাশেদীন ভাই এর কবিতা দুটি সত্যিই অনবদ্য।বেশ তৃপ্তি নিয়েই পড়লাম।_______

    মুহম্মধ ওমর গনী কামাল

    উত্তরমুছুন