কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

০৪) অনুপম মুখোপাধ্যায়

পিতাপুত্রী



যখন জল
ফোটার শব্দে জল থাকছে না
আলু
থাকছে না
সিদ্ধ
থাকছে না

খোওওওওওওওওওওর
আমরা
কী করে হচ্ছি

পিতাপুত্রী

কী করে হচ্ছি
ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে ঠেলে
ঠেলে
বাতাসে বাতাসের বাতাস থাকছে না
বাতাসের
শব্দ
বাতাস হতে চাইছে
শত্রু
হতে চাইছে

গরমআলু থেকে গরমভাপ
উঠছে
হা ত পু ড়ি য়ে দি চ্ছে

আর
খাচ্ছি
অসাড় হাতগুলোকে ঝুলিয়ে রাখছি হ্যাঙ্গারে
সাঁড়াশির পাশে
ঝু

ছে

এই যে আমাদের সাদাকালো বহন
এই যে আমাদের সাদাকালো বপন
কী করে
বাতাস ছাড়া
রোদ
ছাড়া
সাদা আর কালো রঙকে বাঁচিয়ে রাখছি
আমরা
এই
ঝড়ে -> রান্নায় -> পৌনঃপুনিকতায়

টানছি

নষ্ট হচ্ছে ডিএনএ
প্রেমে
ডিমে

প্র
তি
দি

আর
পৃ
থি
বী

তখন জল





মাংসমোহন


ট্
ট্

খট্

মুর্গির রক্ত ছিটকে শাদা টি-শার্টে

জাতে উঠছে রোদ
ঝলকা রোদ

দেখছি
শুকনো পোস্টারের দোকান
দেখছি
একতলা দোতলা তিনতলা মুখ
মুখ
আর ফুরোচ্ছে না
কাচ
ছবির মনীষীকে ক্ষমা করছে
গাঢ়
হলদে ওমলেটে এসে
ফিকে
হলুদ প্লেটের চেয়ে

দেখছি

আমার মাঝামাঝি
আমরা মাঝামাঝি

<- লাল নয়
সবুজ নয় ->

সামুদ্রিক

সে

অপেক্ষায়

একটা মেয়ে

অনিমেষের অটোর অপেক্ষায়

মুখে চিলতে হাসি

রসুন ছাড়া হাসি
আমার মাংসে

এসে
লাগছে


3 কমেন্টস্:

  1. এই স্টাইলটা বেশ ভালো । আগেও পড়েছি এরকম কবিতা তোমার । ভালো লেগেছে । আবার সেই স্টাইল । আবারো ভালো লাগলো। বেশ ভালো লাগলো

    উত্তরমুছুন
  2. এই আঙ্গিক-শৈলীতে লেখা একটা পুরো বই হাতে পেলে ভালো লাগবে । বিছানায় শুয়ে দুপুরবেলা পাতা ওলটাতে-ওলটাতে ভাবতে পারব যে ঠিক কী ধরণের বাঁকবদল ঘটাচ্ছ তুমি । সন্দেহ নেই যে সমসাময়িক কবিতারচনার গোষ্ঠী বা স্কুল থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিজের কবিতাব্যক্তিত্ব গড়ে ফেলতে চাইছ, আলাদা হয়ে যেতে চাইছ, এবং, বলাবাহুল্য, তাতে সফলও হয়েছ । সে-কারণেই কবিতার বইয়ের কথা বলছি, যা, মনে হয়, সমসাময়িক গোষ্ঠী-প্রকাশনার বাইরে থেকে হলেই বোধহয় তোমার উদ্দেশ্যকে স্বনির্ভর আদল-আদরা দিতে পারবে ।

    উত্তরমুছুন
  3. মাঝ বরাবর যখন কবিতাটা নেমে আসছে তখন সেটা আরও আকর্ষণ করছে। মনে হচ্ছে যত নিচে নামছি একটা জিপার খুলে যাচ্ছে আর বেরিয়ে পড়ছে লুকোনো যা কিছু। সেই মাল মশলাও যথেষ্ট স্বাদিষ্ট বানাচ্ছে কবিতাকে! নতুনকে স্বাগতম। ভালো লাগা।

    উত্তরমুছুন