কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

০৮) নীলাব্জ চক্রবর্তী

সেলুলয়েড

আর          নরম করছো আলোর কম্পাস
প্রতীক–ফতিক
কারা ছিঁড়ে ফ্যালে
হরফ বিনিময়ের কুয়াশার পর
                              ফুঁ দেয়
আশকারায়
এইখানে স্লো মোশন
এইখানে সেলুলয়েড ফিরে যাচ্ছে
কবিতার অন্য অর্ধেক থেকে
আপেল গড়িয়ে যাওয়া
চশমার ভেতরে ঢুকে                   একদিন দেখা হলো
কাচবন্ধ গাড়ির আয়নায় পাতাঝরার গন্ধ লেগে থাকা...



কাট্টি

পুরনো শীৎকার থেকে
দু’লাইন আস্তাবল
      ঝরে
            পড়া
টোল পড়ছে টোল উঠছে
একটা ঘন প্রিজম থেকে
হাইওয়ে জুড়ে দীর্ঘ হয়ে এলো স্কার্টের ছোট ডেনিম
           ভেঙে যাওয়া
পরিচিত সরলরেখাদের জন্য
কবিতার লুপের ভেতর আরও একটা কবিতা
নিয়ে আসছে
          আর
          ক্লাউন
পেরিয়ে যাচ্ছে
যাবতীয় হাততালির ঘোর...



কনসিকোয়েন্স

কোথাও এক-দু টুকরো
জলপাইগুড়ি দেখি লেগে নেই
এমনি এমনিই অলিভ অলিভিয়া
সবার জন্য একটাই জন্মদিনের খাতা
রুল টানছে সাদাকালো রঙ
একফোঁটা নাভি থেকে একটা গ্লিসারিনের দূরত্ব
ছোট হরফের দিকে বড় হরফের দিকে
ঘষে ঘষে উজ্জ্বল এগিয়ে আসছে বাতিল করিডোর
অপেক্ষার কাছে
ওই রাস্তাটা ক্রমশ নভেম্বরের দিকে চলে যাচ্ছে
কোথাও তুষারপাতের স্মৃতি
ওভারল্যাপ করছে স্থানীয় পতঝর...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন