ফিরে এসো পুনরাবৃত্তি
আজ দুপুরের বাজিকান্নার ভেতরে দুপুর কি বাৎ
সিঁড়ি তো নিলো। সম্ভাবনার ভেতরে স্বার্থের গন্ধে
বাতি জলছবি। এটাই আরেকটু হলে হচ্ছিল শিরোনাম।
উওট মেঘ বলে চিহ্নিত করলে আমার আরেক কবিতা
মেঘ কেমন করা ভালোবাসায় দ্যাখা দিতে পারে
‘আসি তাহলে’ প্রণামের মূর্তি শেষ বার দ্যাখা
দ্যাখাদেখির নুন পোড়া। বলতে ভুলেছিলাম
ও তো অ্যাস্ট্রোফিজিক্সে এম.এস.সি।
কেমন লাগল বল তো?
বাতি জলছবি বাতি জলছবি সচেতন ফ্যালাসি
আসলে হাম লোগ
সমুদ্রে ঢেউ ছুঁতে চায় ওরা সব।
সমুদ্রে ঢেউ ওরা সব
ছিটকে গ্যাছে টেবিল
অর্ধেকটা বানানে
গল্প লিখলে
জাগে
অন্য
দেশ
আমার
নয়
আমার
জলছবি
বাতি
সঙ্গম
পুরাতন
উঠে আসবে একবার হাইরাইস বিল্ডিং
সকালের বিজ্ঞাপনে আত্মরতি বিতংস
কাল সন্ধ্যেবেলায় পড়ছিলাম সূর্যের গতিপথ সম্পর্কে
যদিও এ সম্পর্ক অনাদি-অনন্ত
লটারির ভেতর যে ত্রিভুজ আছে তার কিন্তু দ্যাখা হওয়ার কথা
পুরাতন সহকর্মীর সঙ্গে।
শেক্সপিয়রের ডাইনিগুলো তখন মাধ্যমিকের প্রশ্নপত্র হাতে
তোমার কাছে। যদিও তোমার শব্দে নিচে আসার অনুমতিপত্র
কিন্তু হয়নি অ্যাটাস্টেড
তন্ময় তন্ময় তন্ময়
কাউকে ডাকছি না, আসলে সমবাহু ত্রিভুজের তিন শীর্ষ
নেই দেশ নেই সমাজ নেই কালখণ্ড
রিক্সা টিউব পাখি পাখির ডাক বিদ্যুৎ অবলোকিতেশ্বর
নাটক রোল মামা ফ্ল্যাট কুকুর ঢেউ মর্নিং ওয়াক
একটা বাক্য একটা অর্থ একটা দেশ
দূরত্বটা থাক। ওতে পাব মাধুকরী আনন্দ
যেমন থাকে ফ্রেম। ফ্রেমের দূরত্বে কোলে এসে পড়ে
নীলাচল। আমাকে দূরবীন দাও চিহ্নিতকরণের জন্য।
একটা পুনরাবৃত্তিই শুধু বাকি রইল।
আজ দুপুরের বাজিকান্নার ভেতরে দুপুর কি বাৎ
সিঁড়ি তো নিলো। সম্ভাবনার ভেতরে স্বার্থের গন্ধে
বাতি জলছবি। এটাই আরেকটু হলে হচ্ছিল শিরোনাম।
উওট মেঘ বলে চিহ্নিত করলে আমার আরেক কবিতা
মেঘ কেমন করা ভালোবাসায় দ্যাখা দিতে পারে
‘আসি তাহলে’ প্রণামের মূর্তি শেষ বার দ্যাখা
দ্যাখাদেখির নুন পোড়া। বলতে ভুলেছিলাম
ও তো অ্যাস্ট্রোফিজিক্সে এম.এস.সি।
কেমন লাগল বল তো?
বাতি জলছবি বাতি জলছবি সচেতন ফ্যালাসি
আসলে হাম লোগ
সমুদ্রে ঢেউ ছুঁতে চায় ওরা সব।
সমুদ্রে ঢেউ ওরা সব
ছিটকে গ্যাছে টেবিল
অর্ধেকটা বানানে
গল্প লিখলে
জাগে
অন্য
দেশ
আমার
নয়
আমার
জলছবি
বাতি
সঙ্গম
পুরাতন
উঠে আসবে একবার হাইরাইস বিল্ডিং
সকালের বিজ্ঞাপনে আত্মরতি বিতংস
কাল সন্ধ্যেবেলায় পড়ছিলাম সূর্যের গতিপথ সম্পর্কে
যদিও এ সম্পর্ক অনাদি-অনন্ত
লটারির ভেতর যে ত্রিভুজ আছে তার কিন্তু দ্যাখা হওয়ার কথা
পুরাতন সহকর্মীর সঙ্গে।
শেক্সপিয়রের ডাইনিগুলো তখন মাধ্যমিকের প্রশ্নপত্র হাতে
তোমার কাছে। যদিও তোমার শব্দে নিচে আসার অনুমতিপত্র
কিন্তু হয়নি অ্যাটাস্টেড
তন্ময় তন্ময় তন্ময়
কাউকে ডাকছি না, আসলে সমবাহু ত্রিভুজের তিন শীর্ষ
নেই দেশ নেই সমাজ নেই কালখণ্ড
রিক্সা টিউব পাখি পাখির ডাক বিদ্যুৎ অবলোকিতেশ্বর
নাটক রোল মামা ফ্ল্যাট কুকুর ঢেউ মর্নিং ওয়াক
একটা বাক্য একটা অর্থ একটা দেশ
দূরত্বটা থাক। ওতে পাব মাধুকরী আনন্দ
যেমন থাকে ফ্রেম। ফ্রেমের দূরত্বে কোলে এসে পড়ে
নীলাচল। আমাকে দূরবীন দাও চিহ্নিতকরণের জন্য।
একটা পুনরাবৃত্তিই শুধু বাকি রইল।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন