কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

১৩) সুবীর সরকার

রবিশস্য

অতঃপর হলুদ হয়ে যাওয়া দাঁতগুলি
সাইনবোর্ডের আলোয় আবছা মুখ
বান ডাকা নদীতে গোসল সারাটাই
প্রসাধন; যেভাবে আদ্যন্ত রবিশস্যের
                                          মাঠ


রোজনামচা

কথার ডালে জড়িয়ে যাচ্ছি।
বৈপরীত্যের ভিতর
                         যাতায়াতসূত্র
স্থিরতর বিকেলের ছায়া
পাশকাটানো রাস্তাগুলি
                         রোজনামচায়



মাহুতবন্ধুর গান

কেন এলে জনবহুল শহরে!
খুঁজতে শুরু করো মাহুতবন্ধুর
                                   গান
জলজঙ্গল ও বাউরা বাতাস
তুমি তো তোমার মতো
জাড্য ফিরিয়ে যুবজনোচিত


লাফ

নির্গত ও নিকটবর্তী যাই হোক
পথে পথে জলাশয়
ভরভরন্ত হয়ে ওঠো
অনেক রোদের পৃথিবী
ভাবছি বেড়ালের
                       লাফ



ডাইরি

রাজবাড়ি থাকে কিন্তু হাতির দাঁতের
চিরুণী থাকে না। হাসতে হাসতেই ছবি
তুলছেন ক্যামেরাম্যান। চোরা ঢেকুর
থাকে, আস্তাবল থাকে। সিঁড়িতে বিকেল
ঘনায়; ঘাট
              উদাসীন।



অঘ্রাণ

কিছু তো পারি না।
জানালা দিয়ে অঘ্রাণ
                    দেখি
পাখিটি চড়ুই ভেবে
এত যে আমোদ!
ঘুঘুগ্রামে শীত আসে
দু’দণ্ড প্রমোদকাল

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন