কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

০৫) অর্জুন বন্দ্যোপাধ্যায়

বিষ

আমিও সমানুপাত সন্তর্পণে রেখে
মাখন মাখাবো দন্ডে
জিভের চতুর্দিকে সুতোটুকু দেবে টান,
কাঁপনের ব্যবধান নিজে হাতে মেখেছি দুপুরে
তার জন্য বাক্যরীতি, প্রজনন মাস
রাক্ষস হয়ে ছড়াব বালিশে।

ক্রমে, শরীরে, সমস্ত হলুদ কেউটে, দাও–
জন্মমুখি তাপ রয়েছে জলে,
একদিন তার কাঁধে বেজে উঠবে শরীরের
দ্বিতীয় গীটার
নীল যে রকম পথ
হারায় জঙ্গলে…



ব্যালকনি / ৩

সাপ্তাহিক বাজারের ফর্দে দেখছি, জিন্দেগি
কাপড়ের দশ হাত
মুক্তাঞ্চল নড়ে প্রবাসী বর্ষার সিটে
বর্ষাতি বাউলে লাফায়
পিয়ানোর ফুটেজ যতটুকু রেওয়াজ করে
ততটুকু ব্যবহার করি
হাততালিদের মৃত্যুসংবাদ
আলোর মাংস রাখা আছে ফ্রিজে
তারপর যা চ্ছলাৎ হবে
তা’ আমার চরিত্রের উৎসব



ব্যালকনি / ৫


অপার এই ছায়াতে পড়ল জল
কাঁঠাল কাঠ ছড়িয়ে আছে চারিদিকে
যে চটি বাথরুমে যায়
তাকেও ঘুরিয়ে আনো ফুলের বাগান
গন্ধ মেখে ফিলটারে গেল
                           ছায়ার চাঁদ
বাঁধাকপিময় হয়ে আছে দিশার ব্যালকনি
কতটা দেওয়াল অপার হলো রঙে—
                           রঙ
সে কখনো চেয়ারে বসেনি

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন