কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

১৪) বাপী চক্রবর্তী

স্মৃতিপথে দেখা

এই শহরে এসেই খুঁজি -- এ এক অমোঘ শৈল শহর
এই শহরেই জমে থাকা আমার অনেক স্মৃতির বহর
এই শহরেই তুমি তখন সূর্যস্নাত ভোরের ছবি
এই শহরে এসেছিল অখ্যাত এক দূরের কবি

তোমায় খুঁজি পথে পথে
ধেয়ে আসে বিবর্ণ বাতাস
তুমি বিনা এ শহর
ব্যক্ত করে নিঃস্ব হুতাস

তবু খুঁজি সেই স্মৃতি
চিরচেনা পুরাতন ঘ্রাণ
প্রেম ছিল ছিল প্রীতি
ছিল গান আর সুর কলতান

পাহাড় চুঁয়ে রাত নামছে মেঘপুঞ্জ রাশি
জ্যোৎস্না রাতে পাখির কূজন তোমায় ভালোবাসি।



জীবন-মরণ


পরিচিত রোদ গিলে বসে আছে চাঁদ
প্রায়ান্ধকার অপরিচিতে পাতা হয় ফাঁদ
যে তার পায়ের পাতায় এঁকেছে আলপনা
প্রবলতর কামনায় যে থেকেছে আনমনা
তাদের সকলের কথা লেখা হয় চালচিত্র জুড়ে
তাদের সকলের সাথে দেখা হয় নিকোনো রোদ্দুরে
দেখাশোনার পথিমধ্যে লুকোচুরির খেলা
পাতা ফাঁদের জল্পনায় ভাসানো চাঁদের ভেলা
খেলা শেষে ভেলা ভাসে জীবন মরণ স্রোতে
জীবন যেমন মরণও তেমন থাকে ওতপ্রোতে।



পথ ও মত এবং বিশ্বাস

পথের ও মতের মাঝে অযুত নিযুত ফারাক
কতো বড় কে বিশ্বাসী আজ সে কথা থাক

ছায়াপথ / পথ ও পাথর
যেমন ছিল পথ ও পাথর পুরনো কোনো ক্ষত
সেকথা জানতে বয়স গেল অবশেষে মাথা নত

পথ ও পথিক
যে পথে সে হেঁটে গেল এর আগে হাঁটেনি কেউ
কণ্টকময় পথের পথিক তাই বলে কি ফেউ?

অন্য পথ
জঙ্গলপথে যারা হেঁটে গেল তারা কি পথভ্রষ্ট?

বান্ধবহীন বুকে জমা থাকে পথ হারানোর কষ্ট।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন