কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

১১ কাজল সেন

আমাদের সান্ধ্যভ্রমণ
কাজল সেন


বয়ে নিয়ে যাওয়া শহরের ব্যস্ততায়
আমাদের সান্ধ্যভ্রমণ
ভেজা ভেজা নারীদেহ ভেজা কাঠ ভেজা দাঁড়কাক
তুমি রফা বললেই আমার দফা
তোমার ১লা অগ্রহায়ণ আমার ৩১শে মার্চ
কতদিন যে দেখা হয়নি ফসফরাস মুখ

ভদ্রপুরুষরা এখন এখানে দীর্ঘকালীন মস্করায়
মেয়েদের দীর্ঘ গ্রীবায় একটানা সুরেলা গীতবিতান
আহা রে কী যে নিপুণ তোমার হাতছানি
জমেছে অথৈ মেঘ
বগলবন্দি হয়ে আসছে পার্বতীর শাড়ি
তাহলে এখন রাত ক’টা
বারোটা বাজে কি
বারোটা বাজলেই তো সকালের শুরু
সুপ্রভাত সুপ্রভাত
শরীরে এবার শান্তি নিয়ে এসো শুক্রাচার্য মহারাজ

উড়তে উড়তে তবেই না উবে যায় বয়োবৃদ্ধ ডানা
ঠান্ডা জলে জেগে থাকে কচি ডাবের স্মৃতি
জল
এত জল
এত পরিণত জল
গড়াতে গড়াতে বল
ব্যস্ততার শহরে
কখন যে টপকায় আমাদের সান্ধ্যভ্রমণ 



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন