কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৮ সন্দীপন দাশ

অললিতা
সন্দীপন দাশ



(১)

অলৌকিক ইনল্যান্ড কার্ডের মধ্যবর্তী কমলা
মহাসেনের মতো রাস্তার ওপারের আলো কেন্দ্রাতিগ ইশকে
সুপার ডায়নামোর শব্দের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে।
দাঁড় টানা ফুৎকারের মতো পাতার ঠোঁটে লেগে থাকা শিশির
কৌটো ভর্তি আনমন। তুমি মন্দিরে পশ্চাৎ দেশে পাওয়ার খুঁজে পাবে,
ডাব তখন জলতরঙ্গের মতো গুপ্তপুরে। অথচ।

(২)

হাসির পিঠে হাসি গাড়ির নিচে লেখা দ্বার অবারিত
বারির সন্ধ্যায় দিক অন্ত হাঁটলে... না হাঁটলে...পাবে স্ট্যান্ডিং
পালিশ ঠিক পুকুরটার ওইপারে সিগারেট আর ছিপ
যদিও কাচ ঠেলে দিলেই প্রেমিকার টা টা ফুল এবং ফুলস্টপ
জার্নি টু দি পাওয়ার ইনফিনিটি

এ সবই পাগলের পিঠে লেগে থাকা খালটার গন্ধ।

(৩)

ন আস্তিক কন্ঠে আ পান করছে মাঠ, তুমি তবু বসে।
তুমি তবু তবু। গ্রাফিক্স টিমটিম। একদম পিছনের সিটে।
দম ফুরানো আইসক্রিম। চৌরাস্তার গাড্ডাটা।

ভ্যাজাল এবং ফুঁ-এর মতো চশমার কাচটা; বেঞ্চগুলো সরাতে
হবে, ক্যারামের ঘুঁটি একলা ঘুরছে উত্তর দিকে মুখ করে
ডিমের পোচের মতো

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন