কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৯ ইন্দ্রাণী সরকার

পরমধন্যা
ইন্দ্রাণী সরকার



জল দাও, আমায় জল দাও---
তৃষ্ণার্ত মনে সন্তর্পণে চোখ
রেখে মিটিয়েছি সাময়িক ক্ষুধা,
জোৎস্না শিবিরে ধংসস্তূপে
পড়ে থাকা অগণিত কথামালা।
বিশ্বাস মেনেছি চরিত্রহীনতায়,
লুক্কায়িত লোলুপ বাসনার জাল।
দাবি রাখে প্রাণদানে, তুচ্ছ সে
অজুহাত আত্মসমর্থনের প্রচেষ্টা।
স্রষ্টা যিনি তাঁর পদস্পর্শে ধন্য
জীবন, তাকে কেবা দাবি রাখে
ভন্ডামির মুখোশে আবৃত মনন!
পরমধন্যা নতজানু হয় আশীর্বাদে
চাঁদের ত্রহ্যস্পর্শের অবসানে।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন