কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৭ দীপঙ্কর গোস্বামী

ফক্কাবাদ
দীপঙ্কর গোস্বামী


ছক্কার দেশে পুট নিয়ে ঝগড়া করছিল ওরা
মই ঘিরে বিষের রাজত্বে
অবস্থা বেগতিক হলে শেষে
পাঞ্জার শুরু হলো লড়াই
ছক্কা ও পুট দু’দিকে রইল পড়ে।

এ দৃশ্যপটের নীরব সাক্ষী কবি
মই থেকে সতত যে শত হস্ত দূরে
তাঁর পাঞ্জা বড় দুর্বল
পারে কেবল কাগজে-কলমে খেলতে।

ছক্কার দেশে পুট নিয়ে ঝগড়া করছিল ওরা
কবি বিড়ম্বিত ছিলেন শব্দ নিয়ে

ছক্কা ফক্কা হলে পুট হয়
পুট ফক্কা হলে ছক্কা
আর যাবতীয় ফক্কাবাদের অনুশাসক – পাঞ্জা! 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন