কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

০৭ অনুপম মুখোপাধ্যায়

ফলের ভগবান
অনুপম মুখোপাধ্যায়


এক
এক
ঙেহুল্লো
রং আর প্রথমতা ১ হয়ে উঠছে

কী করে
কী করে
এক গ্রামের বাসক গাছ আরেক গ্রামের স্নানে এসে মিশছে

জমা কফ মিলিয়ে যাচ্ছে
অনেকে সুস্থতায়
অদ্বিতীয়
হচ্ছে

মডেলরা
রোদ ফেলে
পাছা ফেলে
মাই থাই পুংদন্ড ফেলে
মেপে নিচ্ছে ক্যানভাসের

খরচ

ক্যানভাস ছেড়ে উঠে যাচ্ছে
সোসাইটির
আলোর ছোপগুলো

৪ ডিগ্রী হেলে থেকে চলছে সংসার

পোকার আপেল
কীটের সংসার
কিছু অব্দি ছাড়ানো বেদানার খোসায়
বিভিন্ন বাতাস নিয়ে ঢুকতে পারছি না

আমি

বেরোতে...

ফলের ভগবান
তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ কেন

তুমি

এই পিচ্ছিলতায়

আমাকে ১মাত্র ঝুলিয়ে যাচ্ছ
কে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন