কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৩ বিশ্বজিৎ

‘তারপর’ সম্পর্কিত
বিশ্বজিৎ



(১৯)

সামান্য মোহ জুড়ে অসামান্য বনবাস
ছুটিয়ে মারছে, স্নিগ্ধ করছে
টুটি চেপে ধরে জীবন শেখাচ্ছে
ভঙ্গিতে ভঙ্গিতে লিখিয়ে নিচ্ছে
অবিরল, অবিরাম
আহামরি নিঃশ্বাসের রঙ...

(২০)

পায়চারি পায়চারিতে
রিপিট হচ্ছে
ভুলে থাকা গান।
প্রিয়জনের আবহ ধরে
লগ্ন কেটে যাচ্ছে
ধূসর প্রতিগল্পের মতো...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন