কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২২ জুলাই, ২০১৭

তাহিতি ফারজানা

মুখছবি


বিষণ্ণ মুখের কাছে
রাধাচূড়াগুলি প্রণত থাকে,
যে মুখ হারমোনিকার চেয়ে গাঢ়

ছুটির ঘণ্টা বাজলে
সেখানে কোনো সুখী মানুষ
সঙ্গীর হাত ধরে সারারাত কাটিয়ে দেয়
বোকা হাসপাতালে।

শ্যাম্পেনের ফেনায়িত কাল
নেশা ভুলে, নাচ ভুলে
ঝরাপাতা মেরামত করে

ধ্রুব সে মুখ আড়ষ্ট হলে
শুনে ফেলি
করতালির ভেতরকার বধিরতা।


স্মৃতিভ্রষ্ট


সে এক সদস্য পরিবারহীন পথে।
দুটি শব্দের মধ্যকার পরিচ্ছন্ন গ্যাপে
তলিয়ে গেছে অপরিকল্পিত

তার মস্তিষ্ক মার্কারের গন্ধ মুছে যাওয়া হোয়াইট বোর্ড।

শিশুতোষ হাসি আর না চেনার তীব্র তালিকা,
বিস্ময়ে আহত দৃষ্টি ঝুঁকে ঝুঁকে দেখে
মুদ্রার দু’পিঠ,
রোদে ছড়ানো সন্তানের রঙিন জামা।

এই হাসি, এলিয়েন ভাব জেনেছে কি
তার স্মৃতিবাক্সটি
তার ভাস্কর

রাগবশত মুছে দিয়েছেন!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন