কমরেড
দিক্ ভুল হয়ে গেলো
ইস্! আহারে!
প্রজাপতি মেরেছি গো
তাই শিকারে
লাটের বাঁটের গ্যাঁটে
কানাকড়ি কই
জল ছেড়ে ডাঙা নাও
চই চই চই
ডাঙা যে সস্তা নয়
ডাঙা বাঘিনীর
জলে আছে বেনোমাছ
ভর্তি কুমীর
শিকারে শিক্কাবাব
বলো কমরেড
প্রজাপতি মেরে পাও
কত পার হেড?
ভগবান, যদি কিছু...
মহারাজ
এসব অকাজ দেওয়াল লিখনে
কোথা সেঁটে দেবো?
প্রতিদিন ম্যাসাজবিহীন
এ ক্ষীণ শরীরে
পার্টির প্রচারে
পথে প্রান্তরে
যেতে দিয়ে মিছে
কেন রিস্ক নেবো?
চোখ যায় হ্যাংলাপনায়
আমাদের দুধে-ভোটে বাঁচবার খোঁজ
আইনক্স প্যান্টালুনে
বিদেশীয় চুল্লু টেনে
ন্যানো গাড়ি হাস্য হেনে
পরিযায়ী পাখি হয়ে উড়ে যায় রোজ...
বলো রাজা
মোরা গুরু ভজা
ছেড়ে যদি চলে যাও নোনা হ্রদ
কোনো প্রাতে
বাথরুমে যেতে
যদি লাট খেয়ে ভেঙে যায় দুটি পদ
নিশিদিন কমরেডহীন
কীভাবে কাস্তে শান দিয়ে নেবো?
সুনশান মন্ত্রণাহীন
এ পোড়া বঙ্গে কেমনে জিতিবো!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন