কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২২ জুলাই, ২০১৭

কাজল সেন

ঝুরোকবিতা



(১২৫)


ফিরে আসার কথা ছিল কারও কারও
কেউ ফিরে আসেনি এখনও
কেউ কেউ ছিল প্রতীক্ষায় দিনে রাতে
গায়ে তাদের মাঞ্জা সুতোর পোশাক
আর যারা ছিল মাঝামাঝি রাস্তায়
তারা উদয়াস্ত দেখেছিল পাঞ্জায় ছক্কায় 


(১২৬)


দশানন হবার প্রচন্ড আগ্রহে
এখনও পর্যন্ত সংগ্রহ করা গেছে পাঁচটি মুখ
আর দশভুজার আকাঙ্ক্ষায় চারটি হাত
তবে দ্বিপদ থেকে চতুষ্পদ হবার
আদৌ কোনো বাসনা ছিল না
বরং গোপন ইচ্ছে ছিল অতিরিক্ত গোপনাঙ্গের
আসলে শরীর ঠিকঠাক সাজাতে এসবই একান্ত দরকার


(১২৭)


রমার সঙ্গে মনার ভাব টাক ডুমাডুম
কণার সঙ্গে সোনার আড়ি টাক ডুমাডুম
বাজনা বাজে বাজনাঘরে টাক ডুমাডুম
মনের ঘরে বসল ময়ূর টাক ডুমাডুম
খেলা হলো খেলনাপাতি আকাশ নিঝুম
লিভিংরুমে শিথিল দেহে জড়ালো ঘুম


(১২৮)


মাছ ধরার শখ কারও কারও
কারও কারও লাঠি ধরার
অভ্যস্ত দিনে লাগসই সন্ত্রাসের লাল আলো
সহবাসের দিনগুলো মনে পড়ে
বুনো ঘাসের গন্ধ বুনো বৃষ্টির গন্ধ
ফুলটুসির আদর যে আর সয় না গো






























0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন