কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

বেবী সাউ

আলপথ  

আশমানময় স্মৃতি মেদুরতা
গজল নিয়ে এই যে পাহাড়ের আবশ্যক রেওয়াজ
ফিরোজা শাড়িতে মৃদুমন্দ সূর্যাস্ত নামছে

সমস্ত রাজার নাম আসলে ভরত
সবটুকু বীরত্বের মা দুঃখের আলপনায় এঁকেছে
শীশার শীত

ততক্ষণে সাইকেল খোঁজ করছে
কাদের ঘরে ভেঙে পড়ে আছে
ঝড়ের ডাল

ভাত সব্জী


বিঁধুর হে!

কৃষিকাজ শুরু এই আষাঢ়ের মেঘে
রোপণ করেছ গমের পাতা
বৃষ্টিতে ধুয়ে গেছে তার শিকড়ের টান

ফলনের লোভে পাতা হয়ে আছে চাষী
দুপুর নামছে গড়িয়ে কার্ণিশ ভেঙে

মাউথ অর্গাণে ওঠানামা জুড়ে
সমস্ত ইঁদুর এসে দাঁড়িয়েছে
পাহাড়ের খাঁজে


বকুল নামছে

বাক্সতে ভরে আছে ল্যাম্পপোস্টের আলো  
পা তুলে বসে একান্ত বিকেলের মন

কতদিন কথাকে ছোঁয়া যাচ্ছে না
মানুষেরা কথা বলে না তেমনভাবে
আজকাল

পাখি হয়ে যাওয়া শব্দেরা

আসলে নিজেদের কবিতা ভেবে বসে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন