পতিত
কিছু জল নিয়ে কেলি করি
পতিত ছায়াগুলি জল্পিত কেঁপে ওঠে
ছায়াছবি তুমি এঁকেছ
উড়ে গেলে একটা বুকপট
পকেট খুলে আমি যা যা পেতে পারি
তার
কল্পনায় একটা প্রেমপত্র
ধরে নিই।
লালমাটি
ধূলির মাঝে শান্তি নিকেতন হলে লাল মাটির কথা বলি
হাঁসুলির বাঁকে রোদ্দুরের গাঢ় ছায়া
তীব্রতায়
তোমার তখন তামারঙ।
আদল
ছায়া উপছায়াগুলি উড়ে যাচ্ছে পাখির আদল
সীমান্ত তোমার নেই
মিসাইলের বুকে আকাশ যন্ত্রণা
আগুনে ভরা আছে হিংস্রতা
তুমি শান্ত বসে আছ, আকাশ নিয়ন্ত্রণের মুখে
ভ্রংশ লক্ষ্যস্থলের ত্রুটিগুলি
একত্রিত
করে আগামীর আয়োজন।
ফাটল
বারবার তুমি ফিরে গেলে, কেউ নেই,
তবু প্রতীক্ষা তোমার কোল
ঘর্ষণের প্রক্রিয়াগুলিতে ক্ষয় ও সৃষ্টির উৎস
তোমার ব্যর্থতা থেকে শুরু হয়েছিল রাজ্যজয়ের উন্মাদনা
বিরহ থেকে ছুঁয়ে দেখার ইচ্ছেগুলি প্রবল
চৈত্রের খরা এলো
তোমার ফাটলে বৃষ্টিধার
তোমার যৌনদ্বার শোষণ ও ধারণ
তারপরের
বিরহে তুমি দেখতে
চাওনি আমার আকৃতি।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন