শালিখের ও ছুটকো শব্দেরা
(১)
আর আলো নিয়ে কি কথা ছিল কি কথা হয়? যা
বলা যায় সবুজের মাসে ও মাংসে ওই
চমকানো চাবুক পিঠে পড়ে, আর তুমি অন্ধকার শালিখের
ডানার ভেতর রেখে দিলে ক'খানা পিঁপড়ে, ফিরে
দেখার জন্য যা কিছু উৎকোচ সবই দিয়েছি, অথচ
আলো নিয়ে যা কিছু কথা বলা যায়...
বলা যায় সবুজের মাসে ও মাংসে ওই
চমকানো চাবুক পিঠে পড়ে, আর তুমি অন্ধকার শালিখের
ডানার ভেতর রেখে দিলে ক'খানা পিঁপড়ে, ফিরে
দেখার জন্য যা কিছু উৎকোচ সবই দিয়েছি, অথচ
আলো নিয়ে যা কিছু কথা বলা যায়...
চাবুকের ভেতর বাড়ির কথা, উঠে যাওয়া
তার সংকোচের ওপর
সামান্য বাতাসের কথা, বাতাবির কথা হয়
তার সংকোচের ওপর
সামান্য বাতাসের কথা, বাতাবির কথা হয়
তবু যেন কথা ছিল, ছুলির দাগে, কতগুলো মস
করা ছিল ছায়ার ওপর তবু কথা থাকে
সবুজের মাসে, কানা শালিখের পায়ে, নখে
কথা থেকে যায় তবু
করা ছিল ছায়ার ওপর তবু কথা থাকে
সবুজের মাসে, কানা শালিখের পায়ে, নখে
কথা থেকে যায় তবু
(২)
ঘৃণা উদ্রেককারী প্রতিটা ছবি চেনা
তুমি কেমনে স্তন ঢেকে পাছা দোলাও
দেখো, প্রতিটা গাছের গিলে ফল নেই, প্রতিটা রাস্তাই
কোনো না কোনো বাচ্চার ইজেরের তলায় শুরু হয়
যদিও শালিখগুলো সাহেবিয়ানা ভালো মাখে, মুরুব্বি
যেন তাদের রোদ্দুরে বাধা দেবার নেই মালকিন
তবু তো ইজেরের বারান্দা থেকে থোকা থোকা ফুল
আর মৃত্যুর আঘ্রাণজাত ফল ফলে
তুমি কেমনে স্তন ঢেকে পাছা দোলাও
দেখো, প্রতিটা গাছের গিলে ফল নেই, প্রতিটা রাস্তাই
কোনো না কোনো বাচ্চার ইজেরের তলায় শুরু হয়
যদিও শালিখগুলো সাহেবিয়ানা ভালো মাখে, মুরুব্বি
যেন তাদের রোদ্দুরে বাধা দেবার নেই মালকিন
তবু তো ইজেরের বারান্দা থেকে থোকা থোকা ফুল
আর মৃত্যুর আঘ্রাণজাত ফল ফলে
প্রতিটা প্রতীকী ঘৃণার মাঝে স্তন আর দোলে পাছা
সেখানে গিলেফল নেই, শালিখগুলো,
ডানার বাইরে দেখে বাচ্চা দিচ্ছে সতর্ক বেশ্যারা
সেখানে গিলেফল নেই, শালিখগুলো,
ডানার বাইরে দেখে বাচ্চা দিচ্ছে সতর্ক বেশ্যারা
(৩)
ওই নীচু তলে ছায়া পড়ে
তোমাদের জাপ্টানোর, ঝাপটের মুখে
তোমাদের বাহ্যে বমি... সে'ও দেখি দেখা হয়
চোরা ওয়াগান থেকে কয়লা ঝরছে, নীচু ওই তলে
তোমাদের পোষা শালিখেরা ঘুরে যায় মাথার ওপর...
এমনকী চার ইঞ্চি নীচ দিয়ে নিভে যায় তাদের ওড়া
ঠাণ্ডা শব্দের মত, সিরি খুঁজি খুঁজি অপক্ক দেওয়াল
যেখানে নিভু আলোয় ছায়া তোমাদের পড়ে পুরোপুরি
বাহ্যে বমি চলে যায় দৃষ্টির আড়ালে
তোমাদের জাপ্টানোর, ঝাপটের মুখে
তোমাদের বাহ্যে বমি... সে'ও দেখি দেখা হয়
চোরা ওয়াগান থেকে কয়লা ঝরছে, নীচু ওই তলে
তোমাদের পোষা শালিখেরা ঘুরে যায় মাথার ওপর...
এমনকী চার ইঞ্চি নীচ দিয়ে নিভে যায় তাদের ওড়া
ঠাণ্ডা শব্দের মত, সিরি খুঁজি খুঁজি অপক্ক দেওয়াল
যেখানে নিভু আলোয় ছায়া তোমাদের পড়ে পুরোপুরি
বাহ্যে বমি চলে যায় দৃষ্টির আড়ালে
valo legeche tobe 2&3 ta besi
উত্তরমুছুন