কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

তানিয়া ঘোষ

ইচ্ছে 

সকাল থেকে আজ ঝিরঝিরে বৃষ্টি নেমেছেআমেজটা বেশ ভালোই লাগছে মধু্‍জার। বাড়ির সবচেয়ে প্রিয় জায়গাটাই তাই বেছে নিয়েছে সে সঙ্গে তো আছেই গরম কফি আর ‘চাঁদের পাহাড়’!

জানালার গন্ডীটা পেরিয়ে বৃষ্টির সাথে মিশে যেতে মন চাইছে মধুজার। ঝরে পড়তে ইচ্ছে করছে পরিবেশের আনাচে কানাচে।

ছোটবেলা থেকেই ঘুরতে খুব ভালো লাগে মধুজার। তার একমাত্র বন্ধু বইয়ের ভাঁজে ভাঁজে খুজে বেরিয়েছে অজানা দেশ। ‘চাঁদের পাহাড়’ প্রায় তিরিশবার পড়া হয়ে গেছে  মধুজার। তবুও প্রতিবার যেন নতুন এক রোমাঞ্চ খুঁজে পায় সেশংকর আর অ্যালভারেজের দুঃসাহসিক অভিযানে মধুজাও কখন যেন সহযাত্রিনী হয়ে যায়।

বইপাড়া থেকে নায়গ্রা ডাক দিয়ে যায় মধুজাকে। বু্কসেলফের ‘ভ্রমণসমগ্র’ বারবার উঁকি দিয়ে যায়।  

আজ এক নতুন খোলা হাওয়া ঘিরে ধরেছে মধুজাকে। বসকার-নীলগিরি-কাঞ্চনজঙ্ঘা ভেসে ওঠে মেঘের আঙিনায়হঠাৎ মায়ের ডাকে ঘোর ভাঙে মধুজার। হুইলচেয়ারের চাকায় হাত রাখে মধুজা। প্রতিদিনের মতোই তার পথচলা হয় শুরু। 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন