কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

খায়রুজ্জামান সাদেক

তোমার শব্দগুচ্ছে উলের কারুকাজ

জলের বোতাম টিপলেই কি বৃষ্টি হয়, ভিজে মাঠ
রোদ বললে রোদ উঠে প্রসাধন আলগা হয়
আগতপ্রায় ঋতু সম্পর্কে অলক্ষ্যে সম্মুখ পতন
বিকীর্ণ উঠে এসো - পুরো মাদকতা
আকণ্ঠ ডুবে আছি, ত্রিভুজের পাশাপাশি দাঁড়াচ্ছে পিরামিড
অংকের খাতায় শূন্য পাওয়ার মতো ভুল করেই ফেললাম
তথ্যচিত্র বলতে এই অনিবার্য সন্নিবেশ - গলায় মাফলার
সুতোয় ঝুলছে নভেম্বর, শীত বিদ্রুপ - কিছুটা কাঁপন
এখন হয়তো তোমার শব্দগুচ্ছে উলের কারুকাজ এসেই পড়ল
নেমে যাব শরীরের উপর আর উলের গিঁট খুলতে ভাবব বরফরেণু
কোথায় শুকিয়ে যায় খুব দ্রুত হয়তো নিজের পক্ষে দাঁড়াবো এখন


উচ্চাশা দূরের দূরবীন

উচ্চাশা দূরের দূরবীন
খড়খড়ির পুরোভাগে পড়ল পলাতক হাওয়া
চেতনা ভাষ্যে রোগ নয় ছায়া নয় অন্য কিছু
জোড় বিজোড় ভাঙছে
স্নিগ্ধতার ওষ্ঠপুট
গুঁড়োবালি মিহিদানা ফোঁস ফুস
তখন আমরা গড়িয়ে যাওয়া বিকেলের গায়ে রামধনুটাই দেখলাম


জিরো আওয়ারে

জিরো আওয়ারে
ঝাঁপ দাও ক্যামেরা - লেন্স ঘুরছে
জল ফুটছে স্টোভে,
ডিম সিদ্ধ হবে এখন -
শোকের পোশাক নামিয়ে ফেলেছি
অর্গাজম একটা একরোখা ব্যাপার হয় না
আমরা এখন -

ডিমের পোশাক খুলব কুসুম। 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন