ক্লোজ আপ
(১)
রচনাবলী, মনে আছে, জানালা খুলতেই
সেদিন
সেদিন শরৎ থেকে পাতা
ওল্টাবার শব্দে
আশ্চর্য অরুণ
তুমি পড়লে, যেন এ সকাল কেউ পড়েনি
কখনো
তুমি পড়লে না
পেজমার্ক শিউরে উঠলো
শুধু দাগ, রবারেরা উঠে
কোথাও গেল না...
(২)
চট্ ক’রে নেমে যাওয়া একজন
কিছুটা বিয়োগজনিত
বিয়োগ বিসর্গের এত কাছে ছিল যে
আমি তাতারদের কথা লেননের
কথায় রেখে, দিলাম
পাখি উড়ে যাওয়ার দাগ
দাগ
না পালক?
যে পালক তন্বী
(৩)
ট্রলি যত্ন নিয়ে এলো, আজকের কথা তবে আজই কিছু নেবেন?
আজই!
শহরে দুধের গাড়ি এসেছে, কেন
নয়?
শীতও পাখির কারণ থাকে
শ্যমলিমায় কাজ করা ভীরু শাল
সুখে আছে
অসুখে নেই
আমি তুলে নিলাম যত্নে
ট্রলিতে কি যে ছিল দেরিমাখা
দুধেরও বেশি আর অষুধও নয় সেভাবে
আজকের কথা
আজই
ট্রলি, যত্ন, দুধের উপকার,
ওষুধ এই আজীব বিকেলে...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন