কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

তাহিতি ফারজানা

প্রমোদ ভ্রমণ

নিজেকে ব্যয় করতে চাই, হোক অপব্যয়।
আহারে সমর্পিত মানুষকে যাদু দেখিয়ে
সময় নষ্টের কথা ভাবি না।

জানি বন্দরের পরিত্যক্ত রূপ দক্ষ সাঁতারু।
এও জানি
অনেক বক্তব্য স্বতঃস্ফূর্ততায় চাপা পড়লে
বাইরে থেকে মোহনীয় দেখায় মানুষকে।

বর্তমানের মধ্যমা হতে চাই।
আস্ত গোধূলি আমি শিখে নেব
শিখব কোলাজ, ফাঁকা চত্বর,
বিজোড় শামুক।

খুচরো করে দিও আঠালো অসুখ।
আধেকবার হলেও
তোমার শহরে যাব প্রমোদ ভ্রমণে।


মিলান্তি

অন্যরকম নীলে আমি ঢেকে দিই দিকচক্রবাল
চোখ কখনো আধখোলা, কখনো দুর্বোধ্য
কোথাও উঁচু স্কেলে হাসো, অন্যত্র ভীষণ কৃপণ

বিষণ্ণতা থেকে বিরহে পৌঁছতে
কতগুলো দেহান্তর পেরোও
এরকম বহিরাগত প্রশ্ন না ছুঁড়ে
আমি শ্বাস নিই।

অন্যরকম নীলে ঢেকে দিই বাস্তুভিটা
হন্তারক দিনের বিপরীতে
নীল এক উষ্ণতম রঙ।

কিছু রোশনি
ব্ল্যাকবোর্ডে চক ঘষে ব্যাখ্যা করার নয়।
একান্তই মীমাংসা চাইলে

ধরে নেয়া যায়, রহস্য = গোপন ঐশ্বর্য

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন