কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

দেবাশিস মুখোপাধ্যায়

অক্ষর লিপি

নকল নিয়ে আছি ছিন্ন করতে না পারা একটা ব্যর্থতা তালি দিচ্ছে হিজড়ে সমাজ শিশু জন্মের খুশি
শিং উঁচিয়ে বলদ দমবার পাত্র না
নাকে আওয়াজ জোরালো লোক 
সরে যাচ্ছে লোকালয়ে আর কিছু অলীক
কলম মজে গেল ঝরণার মৃত্যুর পর শুধু জেল আর অসংখ্য ডট
পেন নিয়ে বেঁচে থাকে হৃদয়পুর
পুরোপুরি অসুখ না সারার আগে সব চিঠি মেল আর অমিল সময়...


অক্ষর লিপি

সামনে কোনো খাতা নেই 
সংবর্ত নিয়ে পড়ে আছি 
এই রকমই হয় আজকাল 
কখনো ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় 
অথবা দ্রোণ বা পুষ্কর 
আবর্ত চলতেই থাকে
এইসব থেকে বের করে তুমি 
বলো এসব কিছুই নাকি সাময়িক 
শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা 
শান্ত ঢেউগুলি পায় পায় খেলে
কিছুদিন জরুরী অবস্থা 
কিছুক্ষণ কার্ফু 
গুলি বোমা মৃত্যু রক্ত 
শব্দগুলি ঘুরে বেড়াবার পর
এক দীর্ঘ শান্তি
কিছুক্ষণ প্রতীক্ষালয়ে কাটানোর পর
গন্তব্যযান...


অক্ষর লিপি

পরব জামা সালোয়ার ফেজ ঈশ্বর ছবি
ঘর স্মৃতি অশ্রু নীরবতা বিছানা দেয়াল বিষণ্নতা
সিমু লাচ্চা রান্নাঘর আগুন 
চলচ্চিত্র কফিন
দর্শক শ্রোতা সিনেমাঘর পর্দা শিহরণ ফোঁপানি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি


অক্ষর লিপি

খবরের কাগজ রক্ত রেস্তোরাঁ
গ্রেনেড একে 47 কান্না মোমবাতি
লজ্জা ধর্মপুস্তক শান্তি নিরাপত্তা প্রশ্ন সেনাবাহিনী পুলিশ জগন্নাথ
চোখ মুখ হৃদয় হাত নির্দয়তা
বীভৎসতা মর্গ। টেবিল যন্ত্রণা
আতংকবাদ পৃথিবী হাঙর সমুদ্র অংক ফলাফল শূন্য...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন