কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

ভাস্বতী গোস্বামী

জাফরি
 

রোজ বদলে যায় পাখিদের স্বল্প ঘরবাড়ি
যেখানে যেখানে গাছ
যেখানে যেখানে জল
ঝমঝম্ রেলের নীচ
তাঁবুর লন্ঠনে দিন নেই
ঝাঁপ দিয়ে একেবারে আলো
        দু পায়ে পাতা
        আবার পাতা
হয়ে উঠি রোদের সংসার
রেডিওকথা
ঘাপটি বিড়াল
পাখি ম্যাপ দোলে না তখন
কাঁপে না
পেন্সিলে পেন্সিলে হা হা
খুঁড়ে তোলে ঘরাণা বাহার



ঝাঁপ ছিল মুনিয়ার ভোর
সকাল জ্যামিতি
ব্যায়াম লিখে লিখে
চৌকাঠ – দরজা – ফড়িং
ভালো থাকো
পুরোনো বউ–এ আব্ জানো
তিনটে চুমু
কাসনবাসনে মশলার রোগ
ভাতের কাছেই 
একা হচ্ছে চোখ
রোদের হুকে একশেষ বেয়াদবি

প্যারেডে প্যারেডে সূর্যমুখী ফেরারী
গণতন্ত্রে ভাসছে আকাশ



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন