কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

ঋষি মুখার্জী

সবাই জানি শেষ কোথায়, তবু.....      
     
হঠাৎ কেন ভালো লাগে
হঠাৎ মনটা খারাপ
আসমানি চাঁদ বিষণ্নতার
হাত বাড়িয়ে আলাপ
গন্ডিকাটা খেলাবাড়ির
বন্দি দরোয়ান
সন্ধি করে তান তোলে রোজ
ফন্দি ভগবান
জন্মদিনের খেয়াল-ঝুমুর
দিন বদলে ঠুমরী
শেষ যেখান সব সেখানে
মারছি নিয়ম হুমড়ি
তবু আমার দালান-কোঠা
তবু আমার আমি
মিথ্যে দিয়ে সাজাই সত্যি,
অনেক নিচে নামি
ঠেলছি এমন জীবন গদ্য
রঙিন কাগজ মোড়া
করতালির বানভাসিতে                                     
মুখোশ ফুলের তোড়া।  


সময় পেরিয়ে মুহূর্ত
                 
আজ আকাশের পূর্বাভাসে
নিম্নচাপের বৃষ্টি
মেঘ কালো দিন, হৃদি দুপুর
চোখ ছলছল দৃষ্টি
পশলা আলো মুখলুকিয়ে
আলতো রেখেছে হাত
আকুল জানালা ক্লান্ত তাতেই
ঘুম নেই সারারাত
চুপ ছুঁড়েছে শব্দজব্দ
ডুব খেলো পানকৌড়ি
ওলোট-পালোট খেলার মেলায়
ঝুলন হর-গৌরী
কিপটে মুদী চক্ষু মুদি
লোপাট টুকরো দিন
লাভের গুড়ে পিঁপড়ে বসত্                              
পড়শি ঘরে ঋণ                                
গান জলসা ফরাস পাতা                                   
গরাস ঠেকে বুকে
হেঁচকী ওঠে ঝলক-ছলক
এক্কা-দোক্কা সুখে
সবুজ পাতার জল টলমল
কাগজ নৌকা ডুবছে
কলম কবিতা মন ছুঁয়ে চুঁয়ে
টিকটিক ঘড়ি গুনছে।


আজ...  
             
মন খারাপের বাতাস এলোমেলো
উড়িয়ে ধুলো ইচ্ছে এসে গেল
লল ভেজো বৃষ্টিতে চৌচির
ময়দানেতে ময়দানবের ভীড়।
তেপান্তরে উড়ছিলো গাঙচিল
বুক ভিজিয়ে কান্নাতে কিলবিল
কষ্ট কোথায় খুঁজিস পাহাড়-বন
ঘাপটি মেরে বলছি কথা শোন
আকাশ দিচ্ছে একলা ছুটির ঘন্টা
ভো-কাট্টা এমন কাজের দিনটা।





                                                                                        

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন