কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

অরুণিমা চৌধুরী

ধর্ষিতা

খাঁচার ভেতর পুঞ্জিত, দলা দলা 
মাংসে কামুক মাছির তীব্র উল্লাস।
কৃমিকীট গর্ত খুঁজে ঢুকে যায় গভীরতম খাঁজে।
উন্মত্ত পশু চেটে খায় যাবতীয় নরম।
ক্রমশ অর্ধবৃত্ত আয়ুরেখা মুছে দেয় ক্লেদাক্ত পিচ্ছিল

জীবন্ত লাশ দোলে। দোল খায় 


চাষবাস


নাবাল জমির আলপথ বেয়ে উঠে আসে বাস্তুসাপ। 
রাতভোর পাকাকলার গন্ধ ম ম করে।
রজ:স্বলা মাটিতে অঘ্রাণের হিমসেচ দেন পরমপিতা
ধানের বুকের গাঢ়দুধ প্রেম ক্রমশ আরো বর্তুল 
আর আমার জন্মের ভেতর গড়ে ওঠে চাষাবাদ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন