আলোপ
বড় রাস্তার মুখরা লোপ পেলো
রাস্তার আলোগুলো
একে আমরা আলোপ বলে জানলাম
যেমন বর্ষা উঠি উঠির বর্শাধারী ঠায়
ফুলবাগিচাকে গুলিস্তাঁ বলা যেখানে
পাহাড়ের কিউ এগোচ্ছে না আমিও বুঝি না
বিজনের তাপ্পির বিজলি মেখলাটি
এই তিন চারটে লাইনেই এখন ট্রেন চলবে
আও বাষ্পচালিত শকট শিস
ত্রিকোণমিতি
ছাড়া বস্তর ত্রিকোণমিতির চিত্রগান
ডাবিং চলছে
প্রো-পরা ম্যাট্রিক্স
ভাত প্রভাত এত খিদে পায় না কেন
দোষ প্রদোষ দোষ কারো নয় গো মা
বাল প্রবাল বালমুকুন্দ তো চলে গেছে
প্র জনমেই কেমন যেন ডরাবর
জিগ আর গাসা জুড়িয়ার গানখানি
গানের ভেতরে যে সুর ভায়ো লীন হয়ে ছিল
এত প্রসূন
প্রশূন্যের গণিত খোলা বনযোগ
বনতোড়া ম্যাট্রিক্সটা বাচ্চানো
হাতের মোয়া
কেবলই লন মোয়ানো তন খোয়ানো তবু পীনোন্নত
রূপকথার ভেসলিন ভেজা ঠোঁটের পীনভ্যালি
হাড়ে হাড়ে বাতাস কাঁপে
কেমিস্ট্রি নেই শুধুই ফিজিক্স
গ্রামছাড়া ওই রাঙামাটির পথ থর হয়ে আছে শীতে
চারপাশে অ্যালবামের ছেঁড়া পাতা উড়ছে
বড় রাস্তার মুখরা লোপ পেলো
রাস্তার আলোগুলো
একে আমরা আলোপ বলে জানলাম
যেমন বর্ষা উঠি উঠির বর্শাধারী ঠায়
ফুলবাগিচাকে গুলিস্তাঁ বলা যেখানে
পাহাড়ের কিউ এগোচ্ছে না আমিও বুঝি না
বিজনের তাপ্পির বিজলি মেখলাটি
এই তিন চারটে লাইনেই এখন ট্রেন চলবে
আও বাষ্পচালিত শকট শিস
ত্রিকোণমিতি
ছাড়া বস্তর ত্রিকোণমিতির চিত্রগান
ডাবিং চলছে
প্রো-পরা ম্যাট্রিক্স
ভাত প্রভাত এত খিদে পায় না কেন
দোষ প্রদোষ দোষ কারো নয় গো মা
বাল প্রবাল বালমুকুন্দ তো চলে গেছে
প্র জনমেই কেমন যেন ডরাবর
জিগ আর গাসা জুড়িয়ার গানখানি
গানের ভেতরে যে সুর ভায়ো লীন হয়ে ছিল
এত প্রসূন
প্রশূন্যের গণিত খোলা বনযোগ
বনতোড়া ম্যাট্রিক্সটা বাচ্চানো
হাতের মোয়া
কেবলই লন মোয়ানো তন খোয়ানো তবু পীনোন্নত
রূপকথার ভেসলিন ভেজা ঠোঁটের পীনভ্যালি
হাড়ে হাড়ে বাতাস কাঁপে
কেমিস্ট্রি নেই শুধুই ফিজিক্স
গ্রামছাড়া ওই রাঙামাটির পথ থর হয়ে আছে শীতে
চারপাশে অ্যালবামের ছেঁড়া পাতা উড়ছে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন