কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

২০) রাজেশচন্দ্র দেবনাথ

বসন্তরীতি

বকাটে বক্সার দাহবেলায় কোমরের নৃত্যে
পরিণত পেট্রোলবোমায় কালো করে মেঘ
শ্লোগানে শ্লোগানে পাটোয়ারি জ্যোৎস্না
ধর্মসাধনায় লুডো খেলে বসন্তরীতিতে।



মাদলচিহ্ন

সাদা ভেলায় নাম লিপির প্রজনন
পৃষ্ঠাগানে ভোরের ধানপরিরা
ধুয়ে নেয় স্মৃতির মাদলচিহ্ন।

আড়মোড়া
বাসি বারুদ বালিশ জুড়ে
নক্ষত্রের রাজনীতি পাতায় পাতায়
মৃত্যুর সমাবর্তনে আড়মোড়া
                         পাকুড় ।



আড়ি

মাছেদের চোখে যাবতীয় সম্পর্ক জটিল
চ্যাটের স্তরে স্তরে আড়ি
বোধরস সংযত রেখে
পিণ্ডখর্জুর ঢেলে দেই
                      নিরক্ষর আগুনে।



দাগ

হিজিবিজি অনুভব লালন করি
মিথ্যে ছায়ায়।
দাগ কেটে মাটির শিরায়
উধাও প্রেম জ্ঞান




বিলিতি

লোকাল বৃষ্টি শরীরে মেখে
নেমে পড়ি চাঁদের খোঁজে
কচি জ্যোৎস্নায়।
দরজা ঠেলে ঠেলে
যাপন তত্ত্বগুলো বেশ বিলিতি




কানাঘুষো

সমকাল হাসি বিলি শেষে
আঁকড়ে ধরি ব্যাকটিরিয়ার প্রতিবিম্ব।
লাউ নিদ্রা গেলে
কানাঘুষো শ্যামল শাখায়।




সুপ্ত

কুমারী রোদ্দুর নৃত্যরত
ফুলের কব্জিতে।
দুঃখও যদি শিল্প হয়
বিবেকের পথ সুপ্ত হচ্ছে
                   ডুবোস্বপ্নে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন